Bike Theft: চুরি যাওয়া ১০টি বাইক উদ্ধার করল পুলিশ, গ্রেফতার ২

Bike Theft: জয়নগরে দক্ষিণ বারাসত এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। আর তাদেরকে জেরা করে কয়েকটি গোপন ডেরায় তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে ১০ টি চোরাই মোটরবাইক। এই ঘটনায় গ্রেফতার হওয়া দু'জন হল খোকন কয়াল ও জাকির হোসেন।

Bike Theft: চুরি যাওয়া ১০টি বাইক উদ্ধার করল পুলিশ, গ্রেফতার ২
বাইক উদ্ধারImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 20, 2023 | 4:24 PM

দক্ষিণ ২৪ পরগনা: ১০ টি চোরাই মোটরবাইক উদ্ধার করল জয়নগর থানার পুলিশ। দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।  কয়েক মাস ধরেই জয়নগর, মগরাহাট, উস্থি,মন্দির বাজার থানা এলাকায় মোটর বাইক চুরির ঘটনা ক্রমেই বাড়ছিল। আর এবার সেই ঘটনার তদন্ত নেমে দু’জন মোটরবাইক চোরকে গ্রেফতার করেছে জয়নগর থানার পুলিশ।

জয়নগরে দক্ষিণ বারাসত এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। আর তাদেরকে জেরা করে কয়েকটি গোপন ডেরায় তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে ১০ টি চোরাই মোটরবাইক। এই ঘটনায় গ্রেফতার হওয়া দু’জন হল খোকন কয়াল ও জাকির হোসেন।খোকনের বাড়ি জয়নগরের বকুলতলা থানার জীবন মণ্ডলহাট এলাকায়। আর জাকির হোসেন মগরাহাট থানা এলাকার বাসিন্দা।

যদিও খোকন বেশ কিছুদিন ধরেই মগরাহাট থানা এলাকায় থাকছিল। আর এই দু’জনেই দক্ষিণ বারাসতে মোটর বাইক চুরি করতে আসছিল। সে সময়ে গোপন সূত্রে খবর পেয়ে জয়নগর থানার পুলিশ তাদের হাতে নাতে ধরে ফেলে। তাদেরকে জেরা করেই এই মোটর বাইক চুরি চক্রের বাকিদের হদিস পেতে চাইছে পুলিশ। আর কোথায় কোথায় চোরাই মোটর বাইক গুলো বিক্রি করত, তা জানার জন্য ইতিমধ্যে তল্লাশি শুরু করা হয়েছে।