Sonarpur: এবার মিড ডে মিলে ‘নতুন ননভেজ রেসিপি’ ইঁদুর খিচুড়ি! সৌজন্যে সোনারপুর অঙ্গনওয়াড়ি

ICDS Centre: দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের প্রতাপনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গাড়াল আইসিডিএস সেন্টারের ঘটনা। গর্ভবতী মহিলা ও পড়ুয়া মিলিয়ে মোট ৪২ জনের রান্না হয় প্রতিদিন এখানে। সেই মতো বুধবারও রান্নাবান্না হয়েছিল।

Sonarpur: এবার মিড ডে মিলে 'নতুন ননভেজ রেসিপি' ইঁদুর খিচুড়ি! সৌজন্যে সোনারপুর অঙ্গনওয়াড়ি
ইঁদুরের বাচ্চা পড়ে রয়েছে খিচুড়িতেImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 11, 2024 | 12:16 PM

সোনারপুর: গিরগিটি, টিকটিকি, পোকা, কেঁচো, কেন্নো, সাপ, ব্যাঙ, আর এবার ইঁদুর। বাচ্চাদের দেওয়া মিড ডে মিলে রান্না হয়েছে খিচুড়ি। উপড়ি পাওনা ডিম সেদ্ধ। কিন্তু বাড়িতে সেই খাবার আনতে দেখা গেল মরে পড়ে আছে ইঁদুর। জানাজানি হওয়ার পরই আতঙ্ক ছড়াল। স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখাল সেন্টারের সামনে।

দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের প্রতাপনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গাড়াল আইসিডিএস সেন্টারের ঘটনা। গর্ভবতী মহিলা ও পড়ুয়া মিলিয়ে মোট ৪২ জনের রান্না হয় প্রতিদিন এখানে। সেই মতো বুধবারও রান্নাবান্না হয়েছিল। খিচুড়ি ও ডিমসেদ্ধ দেওয়া হয়েছিল যথারীতি। এরপর খাবার নিয়ে বাড়িতে গিয়ে দেখেন যে খিচুড়ির মধ্যে মরে পড়ে রয়েছে ইঁদুর। এরপরই এলাকাবাসী জড়ো হন আইসিএস সেন্টারের সামনে। অভিযোগ তোলেন অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে রান্নাঘর রয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে এই সেন্টারে। যারা সেন্টারের দায়িত্বে রয়েছেন তাঁরা নিয়মিত আসেন না। খাবারের পরিমাণও কম দেওয়া হচ্ছে। এছাড়াও আরও নানান বিষয়ে অভিযোগ জানান তাঁরা। চালের বস্তায় পোকা ও ইঁদুরের উৎপাত। ICDS এর কর্মি জানান, তিনি পরিষ্কার করেই রান্না করেছিলেন। শ্রাবন্তী ঘোষ মণ্ডল, আইসিডিএস কর্মী বলেন, “আমি নিজের হাতে খাবার দিয়েছি। তখন দেখতেও পাইনি। এখন ওরা খাবার বাড়িতে নিয়ে গিয়ে বলছে ইঁদুর পড়ে রয়েছে। আমি চামচ কাটিয়ে খাবার দিয়েছি। কিন্তু তারপরও চোখে পড়েনি।” তারপরেও কি করে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে বলে সোনারপুর ব্লক প্রশাসন সুত্রে জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দা রুমা সর্দার বলেন, “বড় মেয়েকে খেতে দিয়েছি। ও আমায় ডাকছে বলছে মা দেখবে আসো। এসে দেখি ইঁদুরের বাচ্চা। তারপর থেকে বড় মেয়েটা বমি করছে। অনেকে খেয়েও ফেলেছ।”