Suicide: ‘তুই মরে যা, আমার বাবা ৫ লাখ খরচ করে নেবে’, সহবাসের পর প্রেমিকের কথা শুনে চরম সিদ্ধান্ত যুবতীর
Suicide: একদিন আগে এ ঘটনা ঘটতেই স্থানীয় লোকজনই তাঁকে উদ্ধার করে প্রথমে আমতলা গ্রামীণ হাসপাতালেনিয়ে যায়। কিন্তু, অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাঁকে ডায়মন্ড হারবার সুপার স্পেশ্যালিটি হাসপাতালে পাঠিয়ে দেয়।
বিষ্ণুপুর: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস। শেষে বিয়ে করতে অস্বীকার যুবকের। তাতেই চরম সিদ্ধান্ত যুবতীর। মৃত্যুর কোলে ঢোলে পড়তেই বাড়ি ছাড়া অভিযুক্ত যুবক। বাড়ি ছাড়া যুবকের পরিবারের সদস্যরা। চাঞ্চল্যকর ঘটনা দক্ষিণ ২৪ পরগনা বিষ্ণুপুর থানা এলাকায়। এই এলাকারই বছর সাতাশের এক যুবকের সঙ্গে প্রণয়ের সম্পর্ক তৈরি হয় বছর কুড়ির এক যুবতীর। শুরুতে সবাই না জানলেও কিছুদিনের মধ্যেই পরিবারের সদস্যরা জামতে পারে। এরপরই মেয়েটির পরিবারের লোকজন সোজা যুবকের বাড়িতে চলে যায়। কিন্তু, যুবকের পরিবারের সদস্যরা বিয়ে দিয়ে অস্বীকার করে। কিন্তু, বাড়ির অমতে যায় যুবক।
পরিবারের লোকজন না মানলেও ওই যুবতীর সঙ্গে ফোনে যোগাযোগ রাখতে থাকে ওই যুবক। বাড়িও ছাড়ে দু’জন একসঙ্গে। সূত্রের খবর, দুইদিন একসঙ্গে থাকার পর ওই যুবক মেয়েটিকে বিয়ের কথা বলে। কিন্তু বাড়ি থেকে ১০ হাজার টাকা আনতে বলে। কিন্তু, যুবতী রাজি না হওয়ায় বিয়ে করতে অস্বীকার করে ওই যুবক। তাতেই মানসিক অবসাদে চলে গিয়ে বিষ খেয়ে নেয় ওই যুবতী। এমনটাই দাবি তাঁর পরিবারের সদস্যদের।
একদিন আগে এ ঘটনা ঘটতেই স্থানীয় লোকজনই তাঁকে উদ্ধার করে প্রথমে আমতলা গ্রামীণ হাসপাতালেনিয়ে যায়। কিন্তু, অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাঁকে ডায়মন্ড হারবার সুপার স্পেশ্যালিটি হাসপাতালে পাঠিয়ে দেয়। কিন্তু, শেষ রক্ষা হয়নি। রাত ১টা নাগাদ মৃত্যুর কোলে ঢোলে পড়ে ওই যুবতী। তারপরই বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে যুবতীর পরিবারের সদস্যরা। কিন্তু, খবর চাউর হতেই বেপাত্তা অভিযুক্ত যুবকের পরিবারের সদস্যরা।
এদিকে বিষ খাওয়ার পরেও নিজের মুখেই ঘটনার কথা স্বীকার করে গিয়েছেন ওই যুবতী। স্পষ্টতই নিয়েছেন নাম নিয়েছেন যুবকের। সেই ভিডিয়োও সামনে এসেছে। তাতে ওই যুবতী বলছেন, “ওর জন্যই আমি বিষ খেয়েছি। ও বলেছিল তুই মরে যা, যা ইচ্ছা কর। আমি আর দেখব না। ও তো এও বলেছে আগেও আমার এ ধরনের ঘটনা হয়েছিল। আমার বাবা ১৫ লক্ষ টাকা খরচ করে মিটিয়ে নিয়েছিল। এখন ৫ লক্ষ খরচ করতে পারবে না? তারপর বলে তোর যা ইচ্ছা কর।”