Nawsad Siddique’s property: চারটে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, রয়েছে জমিও, আইএসএফের তরুণ তুর্কি নওশাদের সম্পত্তি কত?

Bhangar: ২০২১ সালে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা বলছে, ২০২০-২১ অর্থবর্ষে বিধায়কের আয় ছিল ১৪ লক্ষ ৯ হাজার ২৬৮ টাকা। সেখানে ২০১৯-২০ অর্থবর্ষে তাঁর আয় ছিল ৩ লক্ষ ১৫০ টাকা। আর ২০১৮-১৯ অর্থবর্ষে আইএসএফ নেতার আয় ছিল ২ লক্ষ ৪৮ হাজার ৫৪০ টাকা।

Nawsad Siddique's property: চারটে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, রয়েছে জমিও, আইএসএফের তরুণ তুর্কি নওশাদের সম্পত্তি কত?
কত সম্পত্তি নওশাদের?Image Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 10, 2023 | 7:48 PM

ভাঙড়: ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকি। তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে সাংসদ পদের জন্য প্রার্থী হওয়ার ইচ্ছাপ্রকাশ করতেই তাঁকে নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তৃণমূলের একাধিক নেতা-মন্ত্রীদের বেনজির আক্রমণের শিকার হতে হয়েছে তাঁকে। সেই নওশাদের সম্পত্তির পরিমাণ জানেন? কত রয়েছে তাঁর স্থাবর-অস্থাবর সম্পত্তি?

২০২১ সালে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা বলছে, ২০২০-২১ অর্থবর্ষে বিধায়কের আয় ছিল ১৪ লক্ষ ৯ হাজার ২৬৮ টাকা। সেখানে ২০১৯-২০ অর্থবর্ষে তাঁর আয় ছিল ৩ লক্ষ ১৫০ টাকা। আর ২০১৮-১৯ অর্থবর্ষে আইএসএফ নেতার আয় ছিল ২ লক্ষ ৪৮ হাজার ৫৪০ টাকা।

২০২১ সালে বিধানসভা নির্বাচনের হলফনামায় নওশাদ জানিয়েছেন, তাঁর চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। একটি ফুরফুরায়। সেই সময় সেখানে জমা অর্থের পরিমাণ ৩ হাজার ৪৬৫ টাকা, কোন্নগরে একটি অ্যাকাউন্ট রয়েছে। সেখানে গচ্ছিত অর্থ ছিল ২ লক্ষ ৬৪ হাজার ৫৩৯ টাকা, কো-অপারেটিভ ব্যাঙ্কে রাখা সেই সময় নওশাদের গচ্ছিত অর্থ ছিল ৫ হাজার ৮০৬ টাকা। এছাড়াও নারায়ণপুরে থাকা একটি ব্যাঙ্কে নওশাদের ২০ হাজার টাকা রাখা ছিল ২০২১ সালে। হলফনামা অনুযায়ী, ২০২১ সালে বিধায়কের গচ্ছিত অর্থ ২ লক্ষ ৯৩ হাজার ৮১০ টাকা।

শুধু অর্থ নয়, জাঙ্গীপাড়া এলাকায় আইএসএফ নেতার রয়েছে বেশ কিছু জমি। যার বর্তমান বাজার মূল্য ১৯ লক্ষ ১৯ হাজার ১৬০ টাকা। ২০১৫ সালে আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ করেছেন নওশাদ। এখনও বিয়ে করেননি।