Police personel deadbody Recover: মুখ থুবড়ে পড়ে রয়েছেন মাটিতে, শ্মশানের পাশের রাস্তায় উদ্ধার পুলিশকর্মীর দেহ
Police personel deadbody Recover: বুধবার সকালে বারুইপুর থানার পুলিশের কাছে খবর আসে বারুইপুর-জয়নগর রোডের কীর্তণখোলা মহাশ্মশানের কাছে রাস্তার পাশে এক ব্যক্তির মৃতদেহ পড়ে রয়েছে।
বারুইপুর: মহাশ্মশানের পাশের রাস্তায় ধারে পড়ে এক ব্যক্তির দেহ। স্থানীয় বাসিন্দারা দেখা মাত্রই খবর দেন পুলিশে। তারা এসে দেহটি উদ্ধার করেন। জানা যায় মৃতের পরিচয়। বারুইপুরের ঘটনা। সেখানে এক পুলিশ কর্মীর দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে।
বুধবার সকালে বারুইপুর থানার পুলিশের (Baruipur Police station) কাছে খবর আসে বারুইপুর-জয়নগর রোডের কীর্তণখোলা মহাশ্মশানের কাছে রাস্তার পাশে এক ব্যক্তির মৃতদেহ পড়ে রয়েছে। ঘটনাস্থলে যায় বারুইপুর থানার পুলিশ। মৃত ব্যক্তির নাম দিগম্বর সোরেন। তিনি বারুইপুর পুলিশ জেলার কর্মরত পুলিশ কর্মী। মৃত পুলিশ কনস্টেবল দিগম্বর সোরেনের বাড়ি হুগলির পান্ডুয়াতে। বারুইপুর থানার ফুলতলার কাছে একটি পুলিশ ক্যাম্পে পোস্টিং ছিলেন ওই পুলিশ কর্মী।
দেহটি উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে বারুইপুর থানার পুলিশ। কনস্টেবল দিগম্বর সোরেনকে কেউ খুন করল নাকি নিছকই দুর্ঘটনা তা খতিয়ে দেখছে বারুইপুর থানার পুলিশ। স্থানীয় এক বাসিন্দা বলেন, “সকাল বেলায় দেখি মুখ থুবড়ে পড়ে রয়েছেন এক ব্যক্তি। সঙ্গে-সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। তারা এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। পরে জানতে পারি উনি পুলিশে কাজ করতেন। তবে কীভাবে কী হয়েছে তা বলতে পারব না।”