Pratik Ur Rahaman: CPM-এর এজেন্ট সেজে বসেছিলেন, প্রতিকুর যেতেই পাইপাই করে ছুট ভুয়ো ভোটারের

Diamond Harbour: জানা যাচ্ছে, ডায়মন্ড হারবারের কৃষ্ণরামপুরের ঘটনা। অভিযোগ, সিপিএম এজেন্ট বিশ্বনাথ বাগের বদলে তৃণমূলের বিশ্বনাথ নস্করের বসে থাকার অভিযোগ। বিষয়টি নজরে আসতেই পালাতে যান তিনি। তারপর হাতেনাতে তাকে ধরতে যান বাম প্রার্থী। সেই হাত ছাড়িয়েই পালিয়ে যায় অভিযুক্ত।

Pratik Ur Rahaman: CPM-এর এজেন্ট সেজে বসেছিলেন, প্রতিকুর যেতেই পাইপাই করে ছুট ভুয়ো ভোটারের
ময়দানে লড়াই প্রতিকুরেরImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jun 01, 2024 | 9:23 AM

ডায়মন্ড হারবার: এক পাশে মাঠ। অন্যদিকে পুকুর। সেই রাস্তা দিয়েই দৌড়চ্ছেন ডায়মন্ড হারবারের সিপিএম প্রার্থী প্রতিকুর রহমান। আর তাঁর সামনে ছুটছেন আরও এক কালো জামা পড়া ব্যক্তি। প্রতিকুরের অভিযোগ ওই ব্যক্তি এসেছিলেন ফলস ভোট দিতে। তখনই হাতেনাতে ধরা পড়ে যায় সে। বাম প্রার্থীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য দিলেন দে ছুট।

জানা যাচ্ছে, ডায়মন্ড হারবারের কৃষ্ণরামপুরের ঘটনা। অভিযোগ, সিপিএম এজেন্ট বিশ্বনাথ বাগের বদলে তৃণমূলের বিশ্বনাথ নস্করের বসে থাকার অভিযোগ। বিষয়টি নজরে আসতেই পালাতে যান তিনি। তারপর হাতেনাতে তাকে ধরতে যান বাম প্রার্থী। সেই হাত ছাড়িয়েই পালিয়ে যায় অভিযুক্ত।

এ প্রসঙ্গে প্রতিকুর বলেন, “আমি ভিতরে ঢুকতেই ও বলছে আপনি কে? পাল্টা আমি বলি আপনি আমার এজেন্ট আর আমায় চেনেন না? কোনও উত্তর দিতে পারছে না। ও এলাকায় তৃণমূল করে।”