Sonarpur: বন্ধুর সঙ্গে স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক, খুন করার আগেই পুলিশের জালে

Sonarpur: বন্ধুকে খুনের পরিকল্পনা করে বন্দুক নিয়ে পোলেরহাটে দাঁড়িয়েছিল সুফিয়ান মোল্লা নামে ওই যুবক। গোপন সূত্রে খবর পেয়ে, কাশীপুর থানার পুলিশ বৃহস্পতিবার রাতে বন্দুক-সহ হাতেনাতে তাঁকে গ্রেফতার করে।

Sonarpur: বন্ধুর সঙ্গে স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক, খুন করার আগেই পুলিশের জালে
গ্রেফতার অভিযুক্তImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 18, 2023 | 10:02 AM

সোনারপুর: নিজের বন্ধুর বউয়ের সঙ্গে  বিবাহ বহির্ভূত সম্পর্ক। এই সন্দেহ করেই বন্ধুকে খুনের পরিকল্পনা এক যুবকের। কিন্তু তার আগেই বানচাল করল কাশীপুর থানার পুলিশ। অস্ত্র নিয়ে রাস্তার মোড়ে এক যুবককে দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে কাশীপুর থানার পুলিশ সেখানে পৌঁছয়। ওই যুবককে গ্রেফতার নামে

পুলিশ জানিয়েছে,  বন্ধুকে খুনের পরিকল্পনা করে বন্দুক নিয়ে পোলেরহাটে দাঁড়িয়েছিল সুফিয়ান মোল্লা নামে ওই যুবক। গোপন সূত্রে খবর পেয়ে, কাশীপুর থানার পুলিশ বৃহস্পতিবার রাতে বন্দুক-সহ হাতেনাতে তাঁকে গ্রেফতার করে। এরপর তাঁকে কাশীপুর থানায় নিয়ে গিয়ে তল্লাশি অভিযান চালায়। তাঁর কাছ থেকে একটি বন্দুক, এক রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ। সুফিয়ান নিজেই স্বীকার করে, তাঁর বউয়ের সঙ্গে বন্ধুর সম্পর্ক রয়েছে। সেই কারণে ওই বন্ধুকে খুনের পরিকল্পনা করে দাঁড়িয়েছিল।

জেরায় ওই যুবক জানিয়েছেন, তিনি অসুস্থ।  তাই বিভিন্ন কাজের জন্য সুফিয়ান তাঁর বন্ধুকে ফোন করে ডাকতেন। সেই কারণেই সুফিয়ানের বাড়িতে যাওয়া আসা। এখান থেকেই সুফিয়ান সন্দেহ করতে শুরু করেন, তাঁর স্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয়েছে বন্ধুর।

যদিও সুফিয়ানের মানসিক সমস্যা আছে বলে জানিয়েছেন ওই যুবক। পুলিশ সুফিয়ানকে গ্রেফতার করে শুক্রবার বারুইপুর মহকুমা আদালতে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। সুফিয়ানের বিরুদ্ধে এর আগেও একাধিক অপরাধমূলক কার্যকলাপের অভিযোগ রয়েছে কাশীপুর থানায়।