Sonarpur Deadbody: কানে গোঁজা হেডফোন, পুকুরের জলে ভাসছে মৃতদেহ
Sonarpur Deadbody Recover: ঘটনাস্থল রাজপুর সোনারপুর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের শিমুলতলায় মেন রাস্তা। সেই রাস্তার পাশে একটি জলাশয়ে আজ সকালে মৃতদেহটি ভাসতে দেখেন এলাকাবাসী।
সোনারপুর: অজ্ঞাত পরিচয় যুবকের দেহ ভাসছে পুকুরের জলে। তাঁর কানে আবার গোঁজা রয়েছে হেডফোন। বুধবার সকালে পথচলতি মানুষজন পুকুরের ধার দিয়ে যাওয়ার সময় সেই মৃতদেহ দেখতে পেয়ে আঁতকে ওঠেন। এলাকাবাসীর প্রাথমিক অনুমান যুবককে খুন করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। মৃতের মুখে আঘাতের চিহ্ন রয়েছে। তবে এটি দুর্ঘটনা নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।
ঘটনাস্থল রাজপুর সোনারপুর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের শিমুলতলায় মেইন রাস্তা। সেই রাস্তার পাশে একটি জলাশয়ে আজ সকালে মৃতদেহটি ভাসতে দেখেন এলাকাবাসী। মূলত সবজি বিক্রেতাদের নজরেই আসে সেটি। তারাই বিষয়টি এলাকার বাসিন্দাদের জানায়। খবর যায় নরেন্দ্রপুর থানায় ৷
এরপর নরেন্দ্রপুর থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে ৷ এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায় ৷ স্থানীয় বাসিন্দা অমর হালদার জানান,”এই এলাকায় প্রতিদিন বহিরাগতদের আনাগোনা বাড়ছে ৷ সামনেই একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ ও স্কুলও রয়েছে ৷ এলাকায় সমাজ বিরোধীদের দৌরাত্ম্য বেড়েছে। বিষয়টি পুলিশ সহ বিভিন্ন জায়গায় জানানো হয়েছে।” রাজপুর সোনারপুর পুরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মোফাজ্জেল হোসেন বলেন, “একজন ছেলে খবর দিয়েছে। শুনলাম মৃতদেহ ভেসে উঠেছে। এই এলাকায় দৌরাত্ম বেড়েছে। পুলিশকে সক্রিয় থাকতে হবে।”