Thakurpukur: ঠাকুরপুকুরে বোনকে টিউশনে দিয়ে আসার পথে যুবকের বুকে ছুরি বসাল দুষ্কৃতী
Thakurpukur: মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ঠাকুরপুকুর থানা এলাকায়। জানা গিয়েছে, মৃতের নাম অনিমেষ সিং (২৬)। স্থানীয় সূত্রে খবর, সকাল আটটা থেকে সাড়ে আটটার সময় অনিমেষ তাঁর বোনকে নিয়ে যাচ্ছিলেন টিউশনিতে। সেখানে ছেড়ে আসার সময় মাঝ রাস্তায় আচমকাই এক ব্যক্তি হামলা করে ওই যুবকের উপর।
ঠাকুরপুকুর: বোনকে সকালবেলা স্কুল ছাড়তে গিয়েছিলেন যুবক। সেই সময় আচমকাই হামলা। ওই যুবকের বুকে ছুরি মারার অভিযোগ উঠল ব্যক্তির বিরুদ্ধে। পরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে যুবককে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ঠাকুরপুকুর থানা এলাকায়। জানা গিয়েছে, মৃতের নাম অনিমেষ সিং (২৬)। স্থানীয় সূত্রে খবর, সকাল আটটা থেকে সাড়ে আটটার সময় অনিমেষ তাঁর বোনকে নিয়ে যাচ্ছিলেন টিউশনিতে। সেখানে ছেড়ে আসার সময় মাঝ রাস্তায় আচমকাই এক ব্যক্তি হামলা করে ওই যুবকের উপর।
স্কুটির উপর থেকে ধারাল অস্ত্র অনিমেষের বুকে ঢুকিয়ে দেয়। রক্তাক্ত অবস্থায় মাঝ রাস্তায় লুটিয়ে পড়েন যুবক। আশপাশের লোকজন ছুটে আসে। কয়েকজন চেষ্টাও করেছিলেন অভিযুক্তকে ধরার। কিন্তু সে ছুটে পালিয়ে যায়। ঘটনার তদন্তে নামে ঠাকুরপুকুর থানার পুলিশ। অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
এ দিকে, আহত অবস্থায় অনিমেষকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। তবে কী কারণে খুন তা এখনও জানতে পারা যায়নি। যে স্থানের ঘটনাটি ঘটেছে সেটা ঘিরে রেখেছে ঠাকুরপুকুর থানার পুলিশ। ছেলের মৃত্যুর খবরে তাঁর বাবা কান্নায় ভেঙে পড়েছেন। তিনি বলেন, “আমি জানি না কে মেরেছে। ছেলে তারাতলার কাছে একটা কোম্পানিতে কাজ করত। কারোর সঙ্গে শত্রুতা ছিল বলে কিছু জানি না।” প্রত্যক্ষদর্শী বলেন, “আড্ডা মারছিলাম সকলবেলা। আচমকাই চিৎকারের আওয়াজ পাই। আমি ধাওয়া করি অনেক দূর পর্যন্ত। কিন্তু পাইনি। ওকে দেখলে চিনতে পারব।”