ISF ও তৃণমূল কর্মীদের সংঘর্ষে উত্তেজনা আরামবাগে, গুরুতর আহত ৬
হুগলির আরামবাগে দলীয় পতাকা বাঁধাকে কেন্দ্র করে ISF ও তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। গুরুতর আহত হয়েছেন ISF-এর ৬ কর্মী।

আরামবাগ: ফের ISF ও তৃণমূল কর্মীদের সংঘর্ষে উত্তেজনা। এবার হুগলির আরামবাগে দলীয় পতাকা বাঁধাকে কেন্দ্র করে ISF ও তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। রবিবার সন্ধ্যায় আরামবাগের আরান্ডী ১ গ্রাম পঞ্চায়েতের ধামসা এলাকায় এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। গুরুতর আহত হয়েছেন ISF-এর ৬ কর্মী। এই সংঘর্ষের ঘটনায় অভিযোগের তির শাসকদলের দিকে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (ISF) হুগলি জেলা কমিটির যুগ্ম সেক্রেটারি শেখ সাদ্দাম হোসেনের নেতৃত্বে আরামবাগের ধামসা এলাকায় দলীয় পতাকা লাগানো হচ্ছিল। অভিযোগ, সেই সময় তৃণমূলের দুষ্কৃতীরা তাঁদের উপর চড়াও হয় এবং ISF-এর দলীয় পতাকারই লাঠি দিয়ে বেশ কয়েকজনকে বেধড়ক মারধর করে। ঘটনায় ৬ ISF কর্মী গুরুতর আহত হন। বর্তমানে তাঁরা আরামবাগ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গোটা ঘটনায় শাসকদলের বিরুদ্ধে আরামবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আইএসএফ। রাজ্যে গণতন্ত্র নেই অভিযোগ তুলে দলের যুগ্ম সেক্রেটারি শেখ সাদ্দাম হোসেন বলেন, “আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে আমরা দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করছিলাম এবং ইদের শুভেচ্ছা বিনিময় করছিলাম। বৈঠক শেষে এলাকায় দলীয় পতাকা লাগাতে শুরু করি। সেই সময় তৃণমূলের কর্মীরা এসে দলীয় পতাকা লাগানো যাবে না বলে আমাদের কর্মীদের উপর হামলা চালায়। আমাদের ৬ কর্মী আহত হয়েছেন। প্রশাসন যদি এর বিরুদ্ধে পদক্ষেপ না করে, অভিযুক্তদের না ধরে, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব।”
যদিও ISF-এর আরামবাগের তৃণমূল নেতৃত্ব অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই দাবি জানিয়ে তৃণমূলের অঞ্চল সভাপতি মুন্সি ইকবাল পাল্টা বলেন, “আইএসএফের কয়েকজন ছেলে মদ্যপ অবস্থায় ধামসা মাঠে জমায়েত করে, মিটিং করে। তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে তারা গালিগালাজ করে। সেটা শুনে এলাকার মানুষ প্রতিবাদ করে এবং এলাকাবাসী জমায়েত করে ওদের প্রতিহত করে। তখন ওরা চম্পট দেয়।” আইএসএফের সঙ্গে আরএসএসের সম্পর্ক রয়েছে বলেও দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের। যদিও আইএসএফের সঙ্গে আরএসএসের সম্পর্কের দাবি অস্বীকার করেছেন আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগ। ধামলায় আইএসএফ কর্মীদের উপর হামলার ঘটনায় শাসকদলের তীব্র নিন্দা জানিয়েছেন তিনি।





