Murshidabad News: বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, হাইড্রার সঙ্গে সংঘর্ষে মৃত্যু ২ বাইক আরোহীর
আর বাড়ি ফেরা হল না। মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল দুই মোটরবাইক আরোহীর।
সাগরদীঘি: আর বাড়ি ফেরা হল না। মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল দুই মোটরবাইক আরোহীর। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে সাগরদিঘির ব্রাহ্মণীগ্রাম সংলগ্ন এলাকায়। সর্ষে ঝাড়াই করার মেশিন হাইড্রার সঙ্গে তাঁদের মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষের জেরেই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। খবর পেয়েই ঘটনাস্থলে যান স্থানীয় পঞ্চায়েত প্রধান ও সাগরদীঘি থানার পুলিশ।
পুলিশ জানায়, মৃত দুই যুবকের নাম আবদুল ফাত্তা ও রোনাথ। দুজনেই রতনপুরের বাসিন্দা। মোটরবাইকে চেপে সাগরদীঘি থেকে রতনপুরে যাওয়ার পথে সর্ষে ঝাড়াই করার মেশিন হাইড্রার সঙ্গে তাঁদের বাইকের মুখোমুখি সংঘর্ষের জেরেই এঁদের মৃত্যু হয়েছে। দেহ দুটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘাতক হাইড্রা গাড়িটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক। তাঁর খোঁজ চলছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন রাতে মোটরবাইকে চেপে সাগরদীঘি থেকে রতনপুর যাচ্ছিলেন দুই যুবক, আবদুল ফাত্তা ও রোনাথ। প্রত্যক্ষদর্শীরা জানান ব্রাহ্মণী গ্রাম সংলগ্ন এলাকায় একটি সর্ষে ঝাড়াই করা হাহড্রার সঙ্গে তাঁদের মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। রাস্তায় আলো ছিল না। তার জেরে বুঝতে না পেরেই হাইড্রার সঙ্গে তাঁদের মোটরবাইকের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই দুই মোটরবাইক আরোহীর মধ্যে একজনের মৃত্যু হয়। গুরুতর আহত আরেকজনকে স্থানীয় বাসিন্দারাই তড়িঘড়ি উদ্ধার করে সাগরদীঘি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যান। কিন্তু, সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু করলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। হাসপাতালে চিকিৎসা চলাকালীনই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে সাগরদীঘি থানার পুলিস সাগরদীঘি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে পৌঁছয় এবং দেহ দুটির ময়নতদন্তের প্রক্রিয়া শুরু করেছে।
অন্যদিকে, দুর্ঘটনাস্থল থেকে হাইড্রা গাড়িটি আটক করে নিয়ে গিয়েছে সাগরদীঘি থানার পুলিশ। যদিও চালককে ধরা যায়নি। দুর্ঘটনার পরই তিনি পালিয়েছেন। তার খোঁজে তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।