Chopra: পড়ুয়াদের ট্যাবের টাকা ‘হাতিয়েছিলেন’, গ্রেফতার শিক্ষক দরাজ আলি
North Dinajpur: পুলিশ সুত্রে খবর, শনিবার চোপড়ার মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের কাঁচাকালি বাজার এলাকায় একটি বাড়িতে হানা দেয়। সেখানে মাঝিয়ালি হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মমতাজুল ইসলাম ওরফে জুয়েল ঘর ভাড়া থাকতেন।
চোপড়া: ট্যাব জালিয়াতি কাণ্ডে ফের আটক এক স্কুল শিক্ষক। উত্তর দিনাজপুরের চোপড়া থেকে আটক হয়েছেন তিনি। শনিবার লালবাজারের গোয়েন্দা শাখা চোপড়া থানার পুলিশের সযোগিতায় এই চক্রে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ওই শিক্ষককে। জানা যাচ্ছে, অভিযুক্তের নাম দরাজ আলি। তিনি চোপড়ার মাঝিয়ালি হাইস্কুলের পার্শ্ব-শিক্ষক।
পুলিশ সুত্রে খবর, শনিবার চোপড়ার মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের কাঁচাকালি বাজার এলাকায় একটি বাড়িতে হানা দেয়। সেখানে মাঝিয়ালি হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মমতাজুল ইসলাম ওরফে জুয়েল ঘর ভাড়া থাকতেন। পাশাপাশি ওই বাড়ির সামনেই তাঁর একটি সাইবার ক্যাফেও ছিল বলে জানতে পারেন তদন্তকারী আধিকারিকরা। শনিবার ওই ভাড়া বাড়ি ও তাঁর বাড়ির সামনে সাইবার ক্যাফেতে হানা দেয় পুলিশ। বেশকিছু নথি ও হার্ডডিস্ক বাজেয়াপ্ত করেছে পুলিশ বলে সুত্রের খবর।
যদিও, এই ট্যাব কাণ্ডে ধড়পাকড় শুরু হতেই ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গা ঢাকা দিয়েছেন বলে জানা গিয়েছে। যাকে ট্যাব জালিয়াতি চক্রের মাস্টারমাইন্ডদের একজন বলে তদন্তকারীরা মনে করছেন। ঘটনার ওই প্রধান শিক্ষকের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ওই প্যারা টিচারের যোগ ছিল এমনটাও জানতে পেরেছে পুলিশ। এর পেছনে আরও কারা কারা আছে তা নিয়ে তদন্ত জারি রেখেছে পুলিশ।