Dilip Ghosh On Kurmi Protest: ‘সরকার কারোর সঙ্গেই কোনও আলোচনা করে না’, কুড়মি আন্দোলন নিয়ে মুখ খুললেন দিলীপ

Kurmi Protest: আন্দোলন তোলার জন্য কুড়মিদের ইতিমধ্যে শুভেচ্ছা জানিয়েছেন বিজেপি সর্ব-ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।

Dilip Ghosh On Kurmi Protest: 'সরকার কারোর সঙ্গেই কোনও আলোচনা করে না', কুড়মি আন্দোলন নিয়ে মুখ খুললেন দিলীপ
কুড়মি নিয়ে আসলে দিলীপ ঘোষ (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Apr 09, 2023 | 1:13 PM

রায়গঞ্জ: পাঁচ দিন পর উঠল কুড়মিদের অবরোধ। পাঁচ দিন ভোগান্তির পর অবরোধ প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেন কুড়মিরা। নবান্নের চিঠি পাওয়ার পরই এই সিদ্ধান্ত। তবে অবরোধ উঠলেও আন্দোলন চলবে বলে জানিয়ে দিয়েছেন কুড়মিরা। আন্দোলন তোলার জন্য কুড়মিদের ইতিমধ্যে শুভেচ্ছা জানিয়েছেন বিজেপি সর্ব-ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।

রবিবার বিজেপি নেতা বলেন, “তাঁরা বুঝেছেন মানুষের কষ্ট হচ্ছে। ওরা বসুন। লেখাপড়া করুন। প্রতিনিধি দল গিয়ে সরকারের সঙ্গে দেখা করুন। গায়ের জোর দেখিয়ে, রাস্তা বন্ধ করলে সকলেরই ক্ষতি। এই রাজ্যে তৃণমূল সরকার রয়েছে। তার রাজত্বেই যত গন্ডগোল। সরকার কোনও কথাই বলে না কারোর সঙ্গে। গোর্খা-রাজবংশী-মতুয়ারা বছরের পর বছর ধরনা দিল ওদের সঙ্গে কোনও আলোচনা করল না। এখন কুড়মিরা আন্দোলন করছেন। এমনকী ডিএ-র জন্য আন্দোলন হচ্ছে। তাদের সঙ্গেও কথা বলছে না। আসলে এই সরকার ভয় পায়।”

প্রসঙ্গত, গত ১ এপ্রিল থেকে পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়া সহ বিহার, ঝাড়খণ্ড ও ওড়িশা রাজ্যের জঙ্গলমহল এলাকা জুড়ে ‘ঘাঘর ঘেরা’ নামে, লাগাতার আন্দোলন কর্মসূচির নেওয়া হয়। এর আগেও কুড়মিদের তালিকাভুক্ত করার জন্য বিভিন্ন দাবিতে পুজোর আগে খড়্গপুরের খেমাশুলিতে কেন্দ্র সরকারের অধীনে থাকা রেলপথ আর জাতীয় সড়ক টানা পাঁচ দিন ধরে অবরোধ করেছিলেন। বিশাল প্রভাব পড়েছিল গোটা রাজ্যে।