Raiganj: গরমে ক্ষেতেই ঝলসে যাচ্ছে সবজি, মাথায় হাত চাষিদের
Raiganj: পাশাপাশি ভুট্টার জমিতেও একই অবস্থা। বিগত বছরে এসময় বৃষ্টি হলেও এবারে একেবারেই প্রকৃতি বিরূপ। এর জেরে ফসল নষ্ট হওয়ায় ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। আবার এই টেনহরি গ্রামের সবজির ওপরেই ভরসা রায়গঞ্জের বাজার।
উত্তর দিনাজপুর: তীব্র দহন। চতুর্দিক জ্বলছে। এর মধ্যে জমিতেই পুড়ে খাক সবজি! রায়গঞ্জ ব্লকের টেনহরি গ্রামে চাষিদের মাথায় হাত। দিনে দিনে উত্তাপ ক্রমেই ৪১-৪২ ডিগ্রির মধ্যে থাকছে। এখনও পর্যন্ত কালবৈশাখীর কোনও পূর্বাভাস নেই। জমিতে জল দিলেও সে জল থাকছে না। আর যার জেরে বিঘা বিঘা জমির ফসল নষ্ট হচ্ছে। শসা, কুমড়ো, ঝিঙে, লঙ্কা, করলা, বেগুন সব গাছেরই একই অবস্থা। ফল যেমন ছোট থাকতেই নষ্ট হচ্ছে আবার গাছের পাতা, জালিও পুড়ে যাচ্ছে তীব্র গরমের উত্তাপে বলে দাবি কৃষকদের।
পাশাপাশি ভুট্টার জমিতেও একই অবস্থা। বিগত বছরে এসময় বৃষ্টি হলেও এবারে একেবারেই প্রকৃতি বিরূপ। এর জেরে ফসল নষ্ট হওয়ায় ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। আবার এই টেনহরি গ্রামের সবজির ওপরেই ভরসা রায়গঞ্জের বাজার। এতে সবজির দামেও প্রভাব পড়তে চলেছে অর্থাৎ বাজারে সবজির দামও বাড়তে চলেছে বলে দাবি চাষিদের। এতে সবজি কিনতে সাধারণ মানুষকে যে চড়া দাম দিতে হবে তা চাষিদের কথাতেই স্পষ্ট।