West Bengal Assembly Election 2021 Phase 6: ভোট মিটলেও অশান্তি অব্যাহত! চোপড়ায় গুলিবিদ্ধ ৩ বিজেপি কর্মী

১৬১ নম্বর বুথে বিজেপি পোলিং এজেন্টের বাড়িতে ঢুকে তাঁর পরিবারের সদস্যদের উপর এলোপাথাড়ি গুলি চালায় দুষ্কৃতীরা। বিজেপি কর্মীর দাদা, বোন এবং বৌদি গুলিবিদ্ধ হন।

West Bengal Assembly Election 2021 Phase 6: ভোট মিটলেও অশান্তি অব্যাহত! চোপড়ায় গুলিবিদ্ধ ৩ বিজেপি কর্মী
নিজস্ব চিত্র
Follow Us:
| Updated on: Apr 22, 2021 | 8:34 PM

উত্তর দিনাজপুর: একুশের বিধানসভা ভোটে (West Bengal Assembly Election 2021) অব্যাহত রক্তক্ষরণ। ষষ্ঠ দফার নির্বাচনে  (West Bengal Assembly Election 2021 Phase 6) সারাদিন মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে উত্তর দিনাজপুরে। কিন্তু ভোট মিটতেই উত্তপ্ত হল চোপড়া। গুলিবিদ্ধ হলেন বিজেপির পোলিং এজেন্টের পরিবারের তিন জন। ঘটনায় অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে প্রতিবাদে থানা ঘেরাও করেন বিজেপি সমর্থকেরা। এদিকে অভিযোগ অস্বীকার করেছে ঘাসফুল শিবির।

ষষ্ঠ দফার ভোটে বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটলেও মোটামুটি শান্তুপূর্ণ ছিল উত্তর দিনাজপুর। কিন্তু ভোট মিটতেই অসান্তির ছবি জেলার চোপড়া এলাকায়। জানা গিয়েছে, ১৬১ নম্বর বুথে বিজেপি পোলিং এজেন্টের বাড়িতে ঢুকে তাঁর পরিবারের সদস্যদের উপর এলোপাথাড়ি গুলি চালায় দুষ্কৃতীরা। বিজেপি কর্মীর দাদা, বোন এবং বৌদি গুলিবিদ্ধ হন। তাঁদের তিনজনেরই পায়ে গুলি লেগেছে বলে খবর। মোটর বাইকে করে তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এদিকে এই খবর ছড়িয়ে পড়তেই বিজেপি কর্মীরা থানা ঘেরাওয়ের ডাক দেন। অভিযোগ, পায়ের তলায় মাটি সরে যাওয়ায় সন্ত্রাসের আশ্রয় নিচ্ছে তৃণমূল শিবির।

আরও পড়ুন: West Bengal Assembly Election 2021 6 Phase: বুথে আসার পরই খোঁজ নেই বিজেপি এজেন্টের! লাগছে না ফোনও

প্রসঙ্গত, এদিন বাগদায় রাজ্য পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ ওঠে। দুই গ্রামবাসী গুলিবিদ্ধ হন। গোটা ঘটনার সত্যতা স্বীকার করে নিয়ে এ দিন পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আত্মরক্ষার স্বার্থেই গুলি চালানো হয়েছে। গ্রামবাসীদের সঙ্গে বচসার জেরে এক পুলিশ কর্মীও আহত হয়েছেন বলে খবর। এদিকে মালদহে উদ্ধার হয়েছে বুলেটে ঝাঁঝরা এক বিজেপি কর্মীর দেহ। এবার ভোট শেষে হিংসার ঘটনায় উত্তপ্ত হল চোপড়া।