আঠার কারখানা বন্ধের দাবিতে মহিলাদের বিক্ষোভ, লাঠিচার্জ পুলিশের
ওই কারখানার পাশে আরও একটি নতুন করে কারখানা তৈরির পরিকল্পনা করেছেন কারখানার মালিক।
মালদা: প্লাইউড জোড়া দেওয়ার আঠা তৈরির কারখানা (Gum Factory) বন্ধের দাবিতে পথে নামলেন ইংরেজ বাজারের মানিকপুরের মহিলারা। বিক্ষোভকারীদের উপর পুলিশের লাঠিচার্জের অভিযোগ উঠল।
রবিবার সকালে, কারখানা (Gum Factory) বন্ধের দাবিতে পথে নামেন মানিকপুরের স্থানীয় মহিলারা। তাঁদের অভিযোগ, ওই আঠা কারখানা থেকে দূষণ ছড়াচ্ছে। ঘনবসতিপূর্ণ ওই এলাকায় স্কুল-কলেজ সবই আছে। শুধু তাই নয়, ওই কারখানার পাশে আরও একটি নতুন করে কারখানা তৈরির পরিকল্পনা করেছেন কারখানার মালিক। ফলে, দূষণ আরও বাড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। তাই প্রতিবাদ করতে এ দিন রাস্তা অবরোধ করেন তাঁরা। সেই সময় ঘটনাস্থলে পুলিশ এসে লাঠিচার্জ করে বলে অভিযোগ।
কারখানার কর্তৃপক্ষের দাবি, সমস্ত নিয়ম মেনেই এই কারখানা তৈরি হয়েছে। এমনকী কারখানাটি পরিবেশবান্ধব (Ecofriendly)। কিছু ঈর্ষাপরায়ণ মানুষ উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এই কাজ করছে। ইংরেজ বাজার থানার আইসি বলেন, “বিক্ষোভে কোনওভাবে লাঠিচার্জ করা হয়নি। বরং, বিষয়টি দুইপক্ষের মধ্যে মিটিয়ে নেওয়া হচ্ছে।”
আরও পড়ুন: এক দিনে সাড়ে তিন লক্ষ! দৈনিক টিকাকরণে রেকর্ড গড়ল রাজ্য, তবুও বাড়ছে উদ্বেগ