Panchayat Election 2023: নির্বাচনে জয় ভোট গণনার উপর নির্ভর করে, লাশের সংখ্যার উপর নয়: রাজ্যপাল

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Jun 16, 2023 | 12:21 AM

West Bengal Panchayat Election 2023 Live updates: অন্যদিকে, বুধবার কলকাতা হাইকোর্ট কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে। সেই রায়ের কিছু অংশ পুনর্বিবেচনা বা সংশোধন চেয়ে আজ, বৃহস্পতিবার উচ্চ আদালতের দ্বারস্থ হতে চলেছে রাজ্য নির্বাচন কমিশন।  

Panchayat Election 2023: নির্বাচনে জয় ভোট গণনার উপর নির্ভর করে, লাশের সংখ্যার উপর নয়: রাজ্যপাল
ভাঙড়-২ বিডিও অফিসের সামনে বসে আছেন আইএসএফ কর্মীরা।

Follow Us

আগামী ৮ জুলাই ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট পশ্চিমবঙ্গে। শুরু হয়ে গিয়েছে মনোনয়নপর্ব। আজ বৃহস্পতিবার তার পঞ্চমদিন। বৃহস্পতিবার লাঠালাঠি, ইটপাটকেল রক্তারক্তি দলবদলের ছবি দেখা গিয়েছে। উত্তপ্ত হয়েছে ভাঙড়-ক্যানিং-দিনহাটা সহ একাধিক জেলা। মার খেয়েছেন TV9 বাংলার সাংবাদিক। ফলে শেষদিনে অশান্তি সামাল দিয়ে মনোনয়নপর্ব চলবে নাকি একই ঘটনার পুনাবৃত্তি সেদিকে নজর থাকবে। অন্যদিকে, বুধবার কলকাতা হাইকোর্ট কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে। সেই রায়ের কিছু অংশ পুনর্বিবেচনা বা সংশোধন চেয়ে আজ, বৃহস্পতিবার উচ্চ আদালতের দ্বারস্থ হতে চলেছে রাজ্য নির্বাচন কমিশন।

 

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 16 Jun 2023 12:13 AM (IST)

    কেন্দ্রীয় নিরাপত্তা চেয়ে অমিত শাহকে চিঠি নওশাদের

    অশান্ত ভাঙড়। বোমা পড়ছে। গুলি চলছে। রক্তারক্তি কাণ্ড। আর এসবের মধ্যে নিরাপত্তাহীনতায় ভুগছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি পাঠিয়েছেন কেন্দ্রীয় নিরাপত্তা চেয়ে।

  • 16 Jun 2023 12:08 AM (IST)

    শুক্রবার সকালে ভাঙড়ে যেতে পারেন রাজ্যপাল: সূত্র

    শুক্রবার সকালে ভাঙড়ে যেতে পারেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সূত্র মারফত এমনই জানা যাচ্ছে। সকাল ১০টা নাগাদ ভাঙড়ের অশান্তি কবলিত এলাকায় যাওয়ার সম্ভাবনা রাজ্যপালের।


  • 16 Jun 2023 12:06 AM (IST)

    ‘বাইরে থেকে দুষ্কৃতী এনে তাণ্ডবলীলা চলেছে’, নওশাদের গ্রেফতারির দাবি তুলছেন আরাবুলের ছেলে

    আরাবুলের ছেলে হাকিমুলের দাবি, গন্ডগোলের মধ্যে দু’জন তৃণমূল সমর্থক মারা গিয়েছে। বাইরে থেকে দুষ্কৃতীরা এসে ‘তাণ্ডবলীলা’ চালিয়েছে বলে দাবি তাঁর। আরাবুলের ছেলের সন্দেহ, নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে এই ঝামেলা হয়েছে এবং সেই কারণে নওশাদের গ্রেফতারির দাবি তুলছেন তিনি।

    বিস্তারিত পড়ুন: ‘বাইরে থেকে দুষ্কৃতী এনে তাণ্ডবলীলা চলেছে’, নওশাদের গ্রেফতারির দাবি তুলছেন আরাবুলের ছেলে

  • 15 Jun 2023 11:28 PM (IST)

    নির্বাচনে জয় ভোট গণনার উপর নির্ভর করে, লাশের সংখ্যার উপর নয়: রাজ্যপাল

    রাজভবন থেকে রাজ্যপালের বিবৃতিতে সংবাদমাধ্যমের উপর আক্রমণের কথাও উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, ‘নির্বাচনের আগেই রাজ্যে মৃত্যুর সংখ্যা যেভাবে বাড়ছে, তাতে স্তম্ভিত রাজ্যপাল। সংবাদমাধ্যমও আক্রান্ত হচ্ছে দুষ্কৃতীদের হাতে। মনে রাখতে হবে, নির্বাচনে জয় ভোট গণনার উপর নির্ভর করে, লাশের সংখ্যার উপর নয়। গুন্ডা, দুষ্কৃতীদের কোনওভাবেই রাজ করতে দেওয়া চলবে না। যখন চতুর্থ স্তম্ভ আক্রান্ত হয়, তার মানে গণতন্ত্র আক্রান্ত। সাধারণ মানুষ আক্রান্ত। সংবিধান আক্রান্ত। নতুন প্রজন্ম আক্রান্ত। এই শয়তানের খেলা বন্ধ হওয়া দরকার এবং তা অবশ্যই বন্ধ হবে। এর শেষের শুরু হবে পশ্চিমবঙ্গে।’

    বিস্তারিত পড়ুন: চতুর্থ স্তম্ভ আক্রান্ত হওয়া মানে গণতন্ত্র আক্রান্ত, এই শয়তানের খেলা বন্ধ হবেই: রাজ্যপাল

  • 15 Jun 2023 08:59 PM (IST)

    ইউক্রেনের যুদ্ধকেও হার মানাবে : লকেট

    পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচন ইউক্রেনের যুদ্ধকেও হার মানাবে, বললেন হুগলির বিজেপির সাংসদ লকেট চট্টোপাধ্যায়। গোটা রাজ্য কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচনের হাইকোর্টের নির্দেশকে স্বাগত জানিয়ে লকেট বলেন, এখন দেখার নির্বাচন কমিশন বাহিনীকে ব্যবহার করে না বসিয়ে রাখে।

  • 15 Jun 2023 08:58 PM (IST)

    সিপিএম কর্মীকে দেখতে শঙ্কর ঘোষ

    চোপড়াকাণ্ডে আহত সিপিএম কর্মীকে দেখতে শিলিগুড়িতে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ।

  • 15 Jun 2023 06:46 PM (IST)

    সব জেলায় কেন্দ্রীয় বাহিনী

    পঞ্চায়েতে বড় ধাক্কা রাজ্য নির্বাচন কমিশনের। গোটা রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর নির্দেশ। নির্দেশ কলকাতা হাইকোর্টের।

  • 15 Jun 2023 06:37 PM (IST)

    তপশিলি কমিশনের রিপোর্ট তলব

    পঞ্চায়েত ভোট নিয়ে অশান্তি। রাজ্য নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট তলব করল তপশিলি কমিশনের চেয়ারম্যান অরুণ হালদার। রিপোর্ট না পেলে তলব করা হতে পারে নির্বাচন কমিশনারকে। অভিযোগ, এ রাজ্যে বহু তপশিলি প্রার্থী আক্রান্ত হয়েছেন মনোনয়নের সময়।

     

  • 15 Jun 2023 06:14 PM (IST)

    আমাদের ৩ জন মারা গিয়েছে, দাবি আইএসএফের

    ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন আজ বৃহস্পতিবার। প্রথম দিন থেকে দফায় দফায় যে উত্তেজনার ছবি দেখা গিয়েছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে। এদিন যেন ক্লাইম্যাক্সে পৌঁছল সেই হিংসা, সন্ত্রাস।

    বিস্তারিত পড়ুন: ‘আমাদের ৩টে ছেলে মারা গিয়েছে, পুলিশ গুলি করেছে, বহু মানুষ গুলিবিদ্ধ’, অভিযোগ ISF কর্মীদের

  • 15 Jun 2023 06:09 PM (IST)

    জেলা পরিষদে তৃণমূলের মুখ

    নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডির হাতে তিনি গ্রেফতার হন। দল থেকে বহিষ্কারও করা হয় তাঁকে। জেলায় যথেষ্ট দাপুটে নেতা ছিলেন তিনি। গ্রেফতারির পর তাঁর নানা ‘কীর্তি’ সামনেও এসেছে। বর্তমানে জেল হেফাজতে রয়েছেন তিনি। সেই জায়গায় এবার দেবীপ্রসাদ রক্ষিতকে প্রার্থী করেছে দল।

     

    বিস্তারিত পড়ুন : নিয়োগকাণ্ডে ধৃত শান্তনুর জায়গায় জেলা পরিষদে এবার কোন চমক তৃণমূলের?

  • 15 Jun 2023 06:02 PM (IST)

    সুকান্তর সঙ্গে কথা অমিত শাহর

    মনোনয়ন পেশকে কেন্দ্র করে রাজ্য জুড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সে বিষয়ে খোঁজখবর নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

    বিস্তারিত পড়ুন : ভাঙড় সহ গোটা রাজ্যের পরিস্থিতি নিয়ে অমিত শাহের সঙ্গে কথা সুকান্তর

  • 15 Jun 2023 05:17 PM (IST)

    ভাঙড়ে নিহত ২

    ভাঙড়ে গুলিতে মৃত্যু দু’জনের। একজন আইএসএফ কর্মী, অন্যজন তৃণমূল কর্মী। আইএসএফ কর্মীর নাম মহিউদ্দিন মোল্লা। কাশীপুর জয়পুরের বাসিন্দা তিনি। এদিন মনোনয়ন পত্র দাখিল করতে আসার সময় তিনি গুলিবিদ্ধ হন বলে খবর। ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি জানান, দলের বহু কর্মী আক্রান্ত। একজন কর্মী নিহত হয়েছেন। অন্যদিকে ভাঙড়ের হিংসায় মারা গিয়েছেন তৃণমূল কর্মী রশিদ মোল্লা।

  • 15 Jun 2023 05:10 PM (IST)

    কমিশনে নওশাদ

    নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। নিবার্চন কমিশনের অফিসে বিধায়ক নওশাদ সিদ্দিকি। যে সব প্রার্থীরা আইএসএফের হয়ে মনোনয়ন জমা করতে পারেননি, প্রয়োজনে তাঁদের সকলকে নিয়ে আসবেন নির্বাচন কমিশনের দফতরে। প্রার্থীদের মনোনয়ন জমা করার ব্যবস্থা করার দাবি নিয়ে প্রয়োজনে কমিশনের সামনে ধর্না অবস্থানে বসার হুঁশিয়ারি।

  • 15 Jun 2023 05:09 PM (IST)

    নতুন করে মনোনয়ন

    নিয়ম ভেঙে আইএসএফের মনোনয়ন নেওয়ার কথা ঘোষণা ভাঙড়-২-এর বিডিও কার্তিকচন্দ্র রায়ের।

  • 15 Jun 2023 04:48 PM (IST)

    বিজেপির দলীয় কার্যালয়ে ঢুকে ‘ভাঙচুর-মারধর’

    মনোনয়নের শেষ দিনেও অশান্তি অব্যহত বাঁকুড়ায়। বিজেপির দলীয় কার্যালয়ে হামলার অভিযোগ। কার্যালয়ে ঢুকে ভাঙচুর, মারধরের অভিযোগ। ওই দলীয় কার্যালয়ে থাকা মনোনয়ন সংক্রান্ত সমস্ত নথি ছিঁড়ে ফেলা হয় বলেও অভিযোগ। গোটা ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের দিকে। যদিও সব অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। মনোনয়ন তোলা ও জমা দেওয়ার শুরুর দিন থেকেই বাঁকুড়া জেলার কোতুলপুরে বারবার অশান্তির অভিযোগ উঠেছে। শাসক দলের তরফে মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগ বারবার তুলেছে বিরোধী বিজেপি ও সিপিএম। বৃহস্পতিবার মনোনয়ন জমার শেষ দিনে বেশ কিছু বিজেপি কর্মী মনোনয়ন জমা করতে বিজেপির কোতুলপুর এক নম্বর মণ্ডলের দলীয় কার্যালয়ে জড়ো হন।

    দলীয় কার্যালয়ে ঢুকে ভাঙচুর

  • 15 Jun 2023 04:16 PM (IST)

    ভাঙড়ে জ্বলছে গাড়ি

    এদিন যেন ক্লাইম্যাক্সে পৌঁছল ভাঙড়ের হিংসা, সন্ত্রাস। ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে জ্বালানো হয়েছে গাড়ি। লাগাতার বোমা পড়ছে এলাকায়। চলছে গুলি। আইএসএফ কর্মীদের দাবি, গুলির লড়াইয়ে তাঁদের একাধিক কর্মীর মৃত্যু পর্যন্ত হয়েছে। অত্যন্ত উদ্বেগের চিত্র ভাঙড়ে।

  • 15 Jun 2023 03:53 PM (IST)

    আইএসএফ কর্মীকে গুলি

    মনোনয়নের শেষ দিনে ভয়ঙ্কর হয়ে উঠেছে ভাঙড়। অভিযোগ, গুলিবিদ্ধ হয়েছেন এক আইএসএফ কর্মী। স্থানীয় পানাপুকুর এলাকায় একটি বাড়ির ছাদ থেকে গুলি চালানোর অভিযোগ উঠেছে।

  • 15 Jun 2023 03:29 PM (IST)

    ফের উত্তপ্ত দিনহাটা

    ফের উত্তপ্ত দিনহাটা। বিজেপি প্রার্থীদের মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। গাড়ি ভাঙচুরেরও অভিযোগ ওঠে। মনোনয়ন জমা করার শেষ দিনে উত্তাল হয়ে উঠল দিনহাটা। বৃহস্পতিবার সকালে নাজিরার ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সালমারা এলাকার বিজেপি প্রার্থীরা মনোনয়ন জমা দিতে যান। অভিযোগ, তাঁদের রাস্তা আটকে ভাঙচুর করা হয় গাড়ি। বিজেপি কর্মীরা প্রতিরোধ গড়ে তুললে শুরু হয় সংঘর্ষ।

  • 15 Jun 2023 03:28 PM (IST)

    পঞ্চায়েতের টিকিট পেলেন না শেখ সুফিয়ান

    তিনি জমি আন্দোলনের প্রথম সারির নেতা। তিনিই ২০২১ সালের বিধানসভা ভোটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট। সেই তিনি অর্থাৎ শেখ সুফিয়ানের আসন্ন পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী তালিকায় নাম নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের নন্দীগ্রাম লড়াইয়ের ‘কারিগরের’ নাম না থাকায় রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। প্রকাশ্যে কিছু না বললেও, কার্যত ঘুরিয়ে দলের উপর ক্ষোভ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ান। তাঁর অনুগামীরাও প্রকাশ্যে শীর্ষ নেতৃত্বের দুর্নীতিগ্রস্তদের পাশে থাকা ও আইপ্যাকের বিরুদ্ধে টাকা নিয়ে টিকিট বণ্টনের অভিযোগ তুলেছেন। অভিযোগ পাল্টা অভিযোগের সরগরম নন্দীগ্রাম।

    বিস্তারিত পড়ুন: পঞ্চায়েতের টিকিট দেওয়া হল না নন্দীগ্রামে মমতার ‘ছায়াসঙ্গী’ শেখ সুফিয়ানকে

  • 15 Jun 2023 03:27 PM (IST)

    মনোনয়ন পেশ করলেন জীবনকৃষ্ণের স্ত্রী

    পঞ্চায়েত ভোটের প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করলেন তাঁর স্ত্রী টগর সাহা। বৃহস্পতিবার মনোনয়ন পেশের শেষ দিনে মনোনয়ন পত্র জমা দিতে যান তিনি।

    বিস্তারিত পড়ুন: জেলে বিধায়ক, টিকিট না পেলেও তৃণমূলের সমর্থনেই মনোনয়ন জমা স্ত্রী টগরের

  • 15 Jun 2023 03:12 PM (IST)

    মনোনয়ন দিলেন জীবনকৃষ্ণের স্ত্রী

    মনোনয়নপত্র জমা দিলেন বিধায়ক জীবনকৃষ্ণ সাহার স্ত্রী টগর সাহা। মুর্শিদাবাদের বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ নিয়োগ কেলেঙ্কারিতে কেন্দ্রীয় এজেন্সির হাতে ধৃত। তাঁর স্ত্রী বড়ঞা পঞ্চায়েত সমিতির ১১ নম্বর আসনে মনোনয়ন পত্র জমা দেন। তৃণমূলের প্রার্থী তালিকায় তাঁর নাম নেই। তৃণমূল তাঁকে তাদের প্রতীক দেবে বলে সূত্রের খবর।

  • 15 Jun 2023 01:44 PM (IST)

    উত্তপ্ত ধনিয়াখালি

    মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা হুগলির ধনিয়াখালিতে। মনোনয়ন জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ তুলল বিজেপি। অভিযোগের আঙুল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাস্থলে পৌঁছন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়।

  • 15 Jun 2023 01:42 PM (IST)

    চোপড়ার পরিস্থিতির চিত্র…

  • 15 Jun 2023 01:39 PM (IST)

    পুলিশি কড়াকড়ি বাঁকুড়ায়

    পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে বদলে গেল বাঁকুড়ায় নিরাপত্তার ছবিটা। কড়া নিরাপত্তায় এদিন কার্যত মনোনয়ন পর্ব চলল। রাস্তাতেও এদিন বেশ সক্রিয়ই দেখা গেছে পুলিশকে। দফায় দফায় চলেছে পুলিশের টহলও। আর এখানেই উঠছে প্রশ্ন। বিরোধীরা বলছেন, পুলিশ মনোনয়নের প্রথম দিন থেকে এমন সক্রিয় থাকলে হয়তো বাঁকুড়ার মতো জেলাতে প্রায় প্রতিদিন অশান্তির ছবিটা দেখতে হতো না।

  • 15 Jun 2023 01:37 PM (IST)

    সিসিটিভি ফুটেজ রাখার নির্দেশ

    বুধবার সকাল ৯টা থেকে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত যেখানে ভোটের মনোনয়ন জমা নিয়ে গোলমাল হয়েছে, সেই সব থানার ওই সময়ের সিসিটিভি ফুটেজ রাখার নির্দেশ কলকাতা হাইকোর্টের।

  • 15 Jun 2023 01:36 PM (IST)

    বিরোধীদের মনোনয়ন নিয়ে কড়া বার্তা বিচারপতি মান্থার

    যাঁরা মনোনয়ন জমা দিতে পারেননি, তাঁদের নিয়ে কড়া নির্দেশ হাইকোর্টের। কলকাতা পুলিশকে নিরাপত্তা দিয়ে হাইকোর্টে হাজির থাকা বিরোধী প্রার্থীদের এখনই মনোনয়ন জমার জন্য গন্তব্যে পাঠানোর নির্দেশ দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। হাইকোর্টে আসা বসিরহাট, ক্যানিং, ভাঙড়, কাশিপুরের বিরোধী দলের প্রার্থীদের নিজ এলাকায় মনোনয়ন কেন্দ্রে পৌঁছতে কলকাতা পুলিশকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ। এখনই হাইকোর্টে উপস্থিত সব প্রার্থীকে হেয়ার স্ট্রিট থানায় পৌঁছতে হবে। বাকি প্রার্থীরা এলাকার থানা আবার কোথাও এসপি অফিসে এখনই হাজির হবেন। তাদের পুলিশ নিরাপত্তা দিয়ে মনোনয়ন জমা দিতে নিয়ে যাবে।

  • 15 Jun 2023 12:46 PM (IST)

    গুলিবিদ্ধ বাম-কংগ্রেস জোটের ২ জন

    উত্তর দিনাজপুরের চোপড়ায় চলল গুলি। জানা গিয়েছে, বাম-কংগ্রেস প্রার্থীরা এ দিন মিছিল করে মনোনয়ন জমা দিতে আসছিলেন। সেই সময় গুলি চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। গুলিবিদ্ধ হন জোটের ২ জন। আহতের সংখ্যা আরও বাড়তে পারে। স্থানীয় বাসিন্দারা পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন। এই বিষয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, “সারা রাজ্যেই এই চেহারা। পুলিশের ভূূমিকা হল শাসকদলের পা চাটা। চোপড়াতে গুলিবিদ্ধ হয়েছেন বিরোধী জোটের দু’জন। ভাঙড়ে মারধর করেছে। বিডিও দলের ভিতরে তৃণমূলের লোকজন বসে রয়েছে। বিভিন্ন জায়গায় গ্রামে আটকে দেওয়া হচ্ছে সিপিএম প্রার্থীদের।” কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন, “এটা খুনি তৃণমূলের আক্রমণ। এর সূচনা আগেই হয়েছে। এই চোপড়াতেই দশ জন কংগ্রেস নেতাকে অপহরণ করা হয়। একটা স্কুলে আটকে রাখে এই তৃণমূল। পুলিশের মদতে ওরা অপরহরণ করছে।”

    বিস্তারিত পড়ুন: WB Panchayat Polls 2023: মনোনয়নে সংঘর্ষে চোপড়ায় ‘গুলি’, গুলিবিদ্ধ সিপিএম-কংগ্রেস জোটের ২ কর্মী

  • 15 Jun 2023 11:47 AM (IST)

    কমিশনকে ভর্ৎসনা প্রধান বিচারপতির

    কমিশনের আবেদনে বিরক্তি প্রকাশ করেছেন হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। কমিশনকে তাঁর পাল্টা প্রশ্ন, “তাহলে কি গোটা রাজ্যকে স্পর্শকাতর বলে ঘোষণা করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দেব? সেটা ভাল হবে?”

    বিস্তারিত পড়ুন: ‘গোটা রাজ্যে কি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেব?’ কমিশনের ‘উদাসীনতায়’ চরম ভর্ৎসনা প্রধান বিচারপতির

  • 15 Jun 2023 11:25 AM (IST)

    এখনও বাকি ১.৩৮ লক্ষ মনোনয়ন জমা

    রাজ্যে পঞ্চায়েত নির্বাচন আগামী ৮ জুলাই। চলছে মনোনয়নপত্র জমা দেওয়ার পর্ব। আজ, বৃহস্পতিবার মনোনয়নের জমা দেওয়ার শেষ দিন। সূত্রের খবর, এদিন ১.৩৮ লক্ষ মনোনয়ন জমা পড়ার কথা। সূত্রের খবর, শাসকদলেরই বহু আসনে মনোনয়ন জমা দেওয়া বাকি রয়েছে। প্রথম পাঁচ দিনে মনোনয়ন জমা পড়েছে ১.৬২ লক্ষ। কিন্তু যেখানে মনোনয়ন নিয়ে রাজ্য জুড়ে এত অশান্তি, এত বাধা দেওয়ার অভিযোগ, সেই পরিস্থিতিতে এক দিনে এত মনোনয়ন জমা দেওয়া কি আদৌ সম্ভব? নাকি বাস্তবোচিত? প্রশ্ন তুলছেন রাজনৈতিক বিশ্লেষকরাই। এখনও পর্যন্ত মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা বাড়ানো নিয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি কমিশন।

    বিস্তারিত পড়ুন: শেষ দিনে এখনও বাকি ১.৩৮ লক্ষ মনোনয়ন জমা, কোন ‘প্রদীপের জিনে’ ভরসা কমিশনের?

  • 15 Jun 2023 11:16 AM (IST)

    বাম প্রার্থীকে মনোনয়নে বাধার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

    উত্তপ্ত ভাঙড়ে সিপিএম প্রার্থীর মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগ। বিজয়গঞ্জ বাজারের কাছে বাম প্রার্থীদের আটকানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পরে পুলিশি মধ্যস্থতায় বিডিও অফিসে মনোনয়ন জমা দেন বাম প্রার্থীর। মামনী মণ্ডল নামে ওই বাম প্রার্থী বলেন, “তৃণমূলের লোকজন আটকাচ্ছিল। পুলিশ না থাকলে মনোনয়ন জমা দিতে পারতাম না। তবে এখানে আসার পথে হুমকি দিচ্ছে।”

  • 15 Jun 2023 11:09 AM (IST)

    সকাল থেকে বোমাবাজি ভাঙড়ে

    ফের উত্তপ্ত ভাঙড়। সকাল থেকেই পরপর বোমা। লাঠি-পতাকা নিয়ে বিডিও অফিসের বাইরে জমায়েতের চেষ্টা তৃণমূল কর্মীদের। ভিড় হটাতে পুলিশি তৎপরতা।

  • 15 Jun 2023 11:06 AM (IST)

    প্রার্থী তালিকায় নাম থাকা সত্বেও মেলেনি টিকিট, বিজেপি-তে যোগদান তৃণমূল প্রার্থীর

    ধূপগুড়িতে তৃণমূলের প্রার্থীর তালিকায় নাম থাকলেও মনোনয়ন করানো হয়েছে এলাকারই অন্য এক যুবককে। এই অভিযোগ তুলে বিজেপিতে যোগদান করলেন এলাকার তৃণমূল কর্মী সহ তার পরিবার।

  • 15 Jun 2023 11:01 AM (IST)

    কাদা লেপে CPM-এর প্রার্থীর নাম মুছে ফেলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

    দুর্গাপুরের কাঁকসার সিং পাড়ায় সিপিএমের দেওয়ালে লেখা প্রার্থীদের নাম মুছে দেওয়ার অভিযোগ। কাঠগড়ায় শাসক দল। সিপিআইএমের অভিযোগ, তারা তাদের প্রার্থীর নামে এলাকায় বেশ কয়েকটি দেওয়ালে লিখে প্রচার করেছিল । তার মধ্যে একটি দেওয়ালে প্রার্থীদের নামে কাদা লাগিয়ে দেওয়া হয়েছে।

  • 15 Jun 2023 10:59 AM (IST)

    পছন্দের প্রার্থীর নাম মুছে নতুন তৃণমূল প্রার্থীর নাম লেখায় উত্তেজনা

    ব্লক সভাপতির প্যাডে প্রিন্ট করা পছন্দের প্রার্থীর নাম মুছে হাতে লিখে নতুন প্রার্থীর নাম ঢোকানো প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ তৃণমূলের। তাঁদের দাবি, সরিষাডাঙা এলাকার উমেশ কোঁড়াকে পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী হিসেবে চেয়েছিলেন। তৃণমূলের ব্লক কমিটির তালিকায় প্রার্থী হিসেবে উমেশ কোঁড়ার নাম ছিল প্রথমে। অভিযোগ, উমেশ কোঁড়ার নাম মুছে দেওয়া হয় এবং সেই জায়গায় অঞ্চল সভাপতির অনুগামী বলে পরিচিত বহিরাগত রাজেশ পাশওয়ানের নাম লিখে দেওয়া হয়।

  • 15 Jun 2023 10:44 AM (IST)

    ভাঙড়ে তৃণমূলের বিশাল মিছিল

    বিডিও অফিসের সামনে বিপুল জমায়েত চোখে পড়ছে বৃহস্পতিবারও। তৃণমূল নেতাদের দাবি, তাঁরা মনোনয়ন জমা দিতে যাচ্ছেন। নিরাপত্তার জন্য ড্রোন উড়িয়ে ভাঙড়ে নজরদারি চালাচ্ছে পুলিশ।

  • 15 Jun 2023 09:57 AM (IST)

    তৃণমূল যুব নেতার বাড়ির বোমা মারার অভিযোগ, কাঠগড়ায় CPM

    পঞ্চায়েত ভোট ঘিরে উত্তেজনা চরমে। এবার তৃণমূল যুবনেতার বাড়িতে বোমা মারার অভিযোগ উঠল সিপিএম-এর (CPM) বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়ার (Uluberia) দুই ব্লকের শ্রীরামপুরের ঘটনা।

    বিস্তারিত পড়ুন: Panchayat Elections 2023: তৃণমূল যুব নেতার বাড়ির বোমা মারার অভিযোগ, কাঠগড়ায় CPM

  • 15 Jun 2023 09:23 AM (IST)

    ক্যানিংয়ের অশান্তিতে গ্রেফতার ২৬

    ক্যানিংয়ে মনোনয়ন জমা দিতে যাওয়াকে কেন্দ্র করে গতকালের অশান্তির ঘটনায় রাত পর্যন্ত মোট ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে রয়েছে বিধায়ক বিরোধী তৃণমূল নেতা শৈবাল লাহিড়ীর ঘনিষ্ট অর্ণব রায়। আজ আলিপুর আদালতে তোলা হবে।

  • 15 Jun 2023 09:06 AM (IST)

    কেউ গেলেন কংগ্রেসে, কেউ ভিড়লেন পদ্ম শিবিরে

    দলবদল। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এক দল থেকে অন্য দলে যাওয়ার হিড়িক পড়েছিল। সেই ছবিই এবার দেখা যাচ্ছে পঞ্চায়েত নির্বাচনের সময়। পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর বেড়েছে দলবদল। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, এক দল থেকে অন্য দলের পতাকা হাতে তুলে নেওয়ার ছবি ধরা পড়ছে বিভিন্ন জেলায়। বুধবারও সেই ছবি দেখা গেল। কোন জেলায় কোন নেতা যোগ দিলেন অন্য দলে, দেখে নিন এক নজরে….

    বিস্তারিত পড়ুন: Leaders switch parties: কেউ গেলেন কংগ্রেসে, কেউ ভিড়লেন পদ্ম শিবিরে, বুধে কোন দলে কোন নেতা

  • 15 Jun 2023 09:04 AM (IST)

    তমলুকে পদত্যাগ করলেন একাধিক তৃণমূল নেতৃত্ব

    ভোটের মুখে গ্রেফতার পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলা পরিষদের বিদায়ী কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতা সোমনাথ বেরা (TMC Leader Arrested)। বৃহস্পতিবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। তার আগে বুধবার দুপুরে তমলুক থানার পুলিশ (Tamluk Police Station) গ্রেফতার করে সোমনাথকে। আর এই গ্রেফতারির পর ক্ষুব্ধ তৃণমূল নেতৃত্ব। তমলুকে গণ পদত্যাগ তৃণমূল নেতাদের।ঘাসফুল শিবির সূত্রে খবর, প্রায় ১২ টি অঞ্চলের তৃণমূলের কংগ্রেসের সভাপতি সহ অঞ্চল সভাপতিরা পদত্যাগ করলেন।

    বিস্তারিত পড়ুন: Panchayat Election 2023: ভোটের পূর্বে নেতার গ্রেফতারি, প্রতিবাদে তমলুকে পদত্যাগ করলেন একাধিক তৃণমূল নেতৃত্ব

  • 15 Jun 2023 09:03 AM (IST)

    বড় চমক! বাঁকুড়ায় কংগ্রেসে যোগদান তৃণমূল নেত্রীর

    বুধবার বাঁকুড়া জেলায় তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। আর তারপরই দলে বড়সড় ভাঙন। বাঁকুড়ার সারেঙ্গার দীর্ঘদিনের সংগঠক তথা মহিলা তৃণমূলের বাঁকুড়া জেলা সহ সভানেত্রী কৃষ্ণা দত্ত যোগ দিলেন কংগ্রেসে। গতকাল রাতে সারেঙ্গায় কংগ্রেসের দলীয় কার্যালয়ে তাঁর হাতে কংগ্রেসের পতাকা তুলে দেন বাঁকুড়া জেলায় গ্রাম পঞ্চায়েত নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কংগ্রেস নেতা নয়ন দাস চক্রবর্তী।

    বিস্তারিত পড়ুন: WB Panchayat Polls 2023: ‘২০০৮ সালে আমিই মহিলা সংগঠন তৈরি করি, এখন কি না আমায়ই বাদ দিল…’, ক্ষোভ উগরে কংগ্রেসে যোগদান তৃণমূল নেত্রীর

  • 15 Jun 2023 09:01 AM (IST)

    তৃণমূলের তালিকায় জ্বলজ্বল করছে বিজেপি নেত্রীর নাম?

    বুধবার ঘোষণা হয়েছে তৃণমূলের প্রার্থী তালিকা। সেখানে জ্বলজ্বল করছে বিজেপি প্রার্থীর নাম। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক শোরগোল। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিতে রাজি হয়নি তৃণমূল ব্লক সভাপতি। তবে ব্লক সভাপতি অরুণ কেওড়া জানিয়েছেন যে বিষয়টি তাঁদের জানা নেই। খোঁজ নিয়ে দেখবেন। আর তাদের প্রার্থী চুরি করছে বলছে বিজেপি।

    বিস্তারিত পড়ুন: Panchayat Elections 2023: তৃণমূলের তালিকায় জ্বলজ্বল করছে বিজেপি নেত্রীর নাম, গেরুয়া শিবির বলছে ‘প্রার্থী চোর’