WB Panchayat Polls 2023: শেষ দিনে এখনও বাকি ১.৩৮ লক্ষ মনোনয়ন জমা, কোন ‘প্রদীপের জিনে’ ভরসা কমিশনের?
WB Panchayat Polls 2023: প্রত্যাশামতোই শেষবেলায় চমক দিল তৃণমূল। নমিনেশনের 'স্লগ ওভারে' তৃণমূলের মারকাটারি ব্যাটিং। সবাইকে টেক্কা দিয়েছে তৃণমূল। তরুপের তাস হাত থেকে বেরোলেই রাজনৈতিক খেল, মনোনয়নের শীর্ষে জোড়াফুল।
কলকাতা: রাজ্যে পঞ্চায়েত নির্বাচন আগামী ৮ জুলাই। চলছে মনোনয়নপত্র জমা দেওয়ার পর্ব। আজ, বৃহস্পতিবার মনোনয়নের জমা দেওয়ার শেষ দিন। সূত্রের খবর, এদিন ১.৩৮ লক্ষ মনোনয়ন জমা পড়ার কথা। সূত্রের খবর, শাসকদলেরই বহু আসনে মনোনয়ন জমা দেওয়া বাকি রয়েছে। প্রথম পাঁচ দিনে মনোনয়ন জমা পড়েছে ১.৬২ লক্ষ। কিন্তু যেখানে মনোনয়ন নিয়ে রাজ্য জুড়ে এত অশান্তি, এত বাধা দেওয়ার অভিযোগ, সেই পরিস্থিতিতে এক দিনে এত মনোনয়ন জমা দেওয়া কি আদৌ সম্ভব? নাকি বাস্তবোচিত? প্রশ্ন তুলছেন রাজনৈতিক বিশ্লেষকরাই। এখনও পর্যন্ত মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা বাড়ানো নিয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি কমিশন।
শুক্রবার থেকে রাজ্যে ভোটের মনোনয়ন জমা দেওয়ার পর্ব শুরু হয়েছে। মনোনয়নের সময়সীমা নিয়ে প্রথম থেকেই একটা জটিলতা তৈরি হয়েছিল। মনোনয়নের সময়সীমা বাড়ানো নিয়ে কমিশনের দ্বারস্থ হয়েছিলেন বিরোধীরা। এমনকি মামলা গড়ায় হাইকোর্ট পর্যন্তও। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ও রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তরফে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। আদালত অবশ্য কমিশনের কোর্টেই বল ঠেলেছিল। মনোনয়ন সময়সীমা নিয়ে কমিশনই সিদ্ধান্ত নেবে বলে আদালত জানিয়ে দিয়েছিল।
মনোনয়নের জমা দেওয়ার প্রথম দু’দিনের প্রবণতা বলছে, মনোনয়ন জমা দেওয়ায় বাকিদের চেয়ে অনেকটা এগিয়ে বিজেপি। এর মধ্যেই রয়েছে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ সবই আছে। কমিশনের দেওয়া হিসাব অনুযায়ী, শনিবার পর্যন্ত বিজেপি একাই মনোনয়ন দিয়েছে ৪,৯০৩টি। দ্বিতীয় স্থানে ছিল সিপিএম। কিন্তু তখনও সেভাবে তৃণমূল ‘খেলা’ দেখায়নি। প্রত্যাশামতোই শেষবেলায় চমক দিল তৃণমূল। নমিনেশনের ‘স্লগ ওভারে’ তৃণমূলের মারকাটারি ব্যাটিং। সবাইকে টেক্কা দিয়েছে তৃণমূল। তরুপের তাস হাত থেকে বেরোলেই রাজনৈতিক খেল, মনোনয়নের শীর্ষে জোড়াফুল।
রাজ্যে মোট গ্রাম পঞ্চায়েতের সংখ্যা ৩, ৩১৭ টি। জেলা পরিষদের সংখ্যা ২০, পঞ্চায়েত সমিতি ৩৪১ টি। ১৪ জুন পর্যন্ত পরিসংখ্যানটি এরকম-
জেলা পরিষদে তৃণমূল ৪১৮, বামফ্রন্ট ৭২৭, বিজেপি ৭৫৯টি মনোনয়ন।
পঞ্চায়েত সমিতিতে তৃণমূল ৬,০৫৮টি, বামফ্রন্ট ৫,৫৮৭টি, বিজেপি ৬,৭৮৬ টি মনোনয়ন।
গ্রাম পঞ্চায়েতে তৃণমূল ৪৩,০১৫টি, বামফ্রন্ট ৩১,৭২৫, বিজেপি ৩৮, ৭৬৩টি মনোনয়ন।
সর্বমোট তৃণমূল ৪৯,৪৯১টি, বামফ্রন্ট ৩৮, ০৩৯টি ও বিজেপি ৪৬,৩০৮টি মনোনয়ন।
মনোনয়ন জমা দিতে দেওয়া হচ্ছে না বলে প্রথম থেকেই অভিযোগ তুলছিলেন বিরোধীরা। ভাঙড়, ক্যানিং, মুর্শিদাবাদের একাধিক জায়গায় অগ্নিগর্ভ হয়ে ওঠে। যদিও প্রথম দু’দিনের হিসাবের নিরিখে এগিয়ে ছিল বিজেপি, দ্বিতীয় স্থানে সিপিএম ও তৃতীয় স্থানে কংগ্রেস ছিল। শেষে ছিল তৃণমূল। একদিনেই এবার শীর্ষ স্থানে তৃণমূল। । সূত্রের খবর, ত্রিস্তরীয় ব্যবস্থায় প্রায় ৬৫ হাজার দলীয় প্রার্থীর কাছে দলের অনুমোদনের ফর্ম পাঠানো হয়েছে। তবে বাকি বৃহস্পতিবারের মধ্যেই ১.৩৮ লক্ষ মনোনয়ন জমা দেওয়া সম্ভব কিনা, কমিশন কী সিদ্ধান্ত নেয়, সেটাই দেখার।