Panchayat Elections 2023: মনোনয়ন শেষে কালীঘাটে জরুরি বৈঠকে বসবেন মমতা-অভিষেক

Panchayat Elections 2023: ভোট ঘোষণার অনেক আগেই নির্বাচনী কমিটি ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১৮ জনের সেই কমিটিতে রয়েছেন কুণাল ঘোষ, জয়প্রকাশ মজুমদার, চন্দ্রিমা ভট্টাচার্য সহ দলের শীর্ষনেতারা।

Panchayat Elections 2023: মনোনয়ন শেষে কালীঘাটে জরুরি বৈঠকে বসবেন মমতা-অভিষেক
ফাইল ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Jun 15, 2023 | 11:45 AM

কলকাতা : নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, আজ বৃহস্পতিবার শেষ হচ্ছে মনোনয়ন পেশ পর্ব। আর শনিবারই পঞ্চায়েত নির্বাচন নিয়ে বৈঠকে বসতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের দায়িত্বে থাকা দলীয় কমিটির সদস্যরাও ওই বৈঠকে থাকবেন বলে সূত্রের খবর। কালীঘাটের সেই বৈঠকে পঞ্চায়েত নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে বলেই জানা যাচ্ছে।

গত সপ্তাহে শুক্রবার থেকে শুরু হয়েছে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পেশের প্রক্রিয়া। গত কয়েকদিনে রাজ্যের একাধিক জায়গায় মনোনয়ন ঘিরে নানা অভিযোগ তুলেছেন বিরোধীরা। সামনে এসেছে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগও। টিকিট নিয়ে অসন্তোষ, দলবদলের ছবিও প্রকাশ্যে আসছে। প্রথম দিকে শাসক দলের মনোনয়নের সংখ্যা কম থাকলেও বুধবার একধাক্কায় সেই সংখ্যা অনেকটাই বেড়েছে।

মনোনয়ন শেষ হলেই শুরু হবে ভোটপর্বের প্রস্তুতি। তার আগেই বৈঠকে বসতে চাইছেন মমতা। অন্যদিকে, শুক্রবার শেষ হচ্ছে তৃণমূলের নবজোয়ার কর্মসূচি। ওই দিন দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে একই মঞ্চে বক্তব্য পেশ করবেন মমতা ও অভিষেক।

ভোট ঘোষণার অনেক আগেই নির্বাচনী কমিটি ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১৮ জনের সেই কমিটিতে রয়েছেন কুণাল ঘোষ, জয়প্রকাশ মজুমদার, চন্দ্রিমা ভট্টাচার্য সহ দলের শীর্ষনেতারা।