Balurghat: বিচারকের কাছে জবানবন্দি ৩ দণ্ডি-দণ্ডিতের, জেলায় মহিলা কমিশন

BJP: হুগলির ঘড়িরমোড় এলাকা থেকে বিজেপি একটি মিছিল করে। চুঁচুড়া থানার সামনে গিয়ে বিক্ষোভ শুরু করেন বিজেপি কর্মীরা।

Balurghat: বিচারকের কাছে জবানবন্দি ৩ দণ্ডি-দণ্ডিতের, জেলায় মহিলা কমিশন
দণ্ডি কাটছেন তিন মহিলা।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 10, 2023 | 4:58 PM

দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে তিন মহিলার দণ্ডি কেটে এসে তৃণমূলে যোগদান ঘিরে তোলপাড় রাজ্য। প্রতিবাদে রাস্তায় নেমেছে বিজেপি। সোমবার জেলায় জেলায় প্রতিবাদ সভা করে তারা। সোমবার দুপুরে বালুরঘাটে প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ সমাবেশ হয়। বালুরঘাট (Balurghat) শহরের মঙ্গলপুর বিজেপি কার্যালয় থেকে প্রতিবাদ মিছিলটি বের হয়। নেতৃত্বে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। মিছিলে ছিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ, বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী-সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। মিছিলটি শহর ঘুরে জেলা প্রশাসনিক ভবন সংলগ্ন এলাকায় আসে। এরপর সেখানে বিক্ষোভ দেখায় বিজেপি। দণ্ডিকাণ্ডে অভিযুক্ত শাসকদলের নেত্রীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। অভিযুক্তের শাস্তির ব্যবস্থা না করা হলে আগামিদিনে বড় আন্দোলনে নামার কথাও বলে তারা। এদিনই বালুরঘাটে যান রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায়। অন্যদিকে দণ্ডি কাটা তিন আদিবাসী মহিলা বালুরঘাট জেলা আদালতের বিচারকের কাছে জবানবন্দিও দেন

এদিন এই ঘটনার প্রতিবাদে বাঁকুড়া সদর থানাও ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি। একটি মিছিল করে বাঁকুড়া সদর থানায় যায় তারা। সেখানে থানার মূল গেট ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মী সমর্থকরা। অভিযুক্তকে গ্রেফতারের দাবি তোলা হয় এই বিক্ষোভ কর্মসূচি থেকে। বিষয়টি সামনে আসার পরেও অভিযুক্তদের বিরুদ্ধে কেন কোনও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হল না তা নিয়ে প্রশ্ন তোলেন বিজেপি নেতারা।

সেখানে বিধায়ক নীলাদ্রিশেখর দানা বলেন, “এ রাজ্যে গণতন্ত্র হারিয়ে গিয়েছে। চারপাশে শুধুই দুর্নীতি। বালুরঘাটে যা হয়েছে আগে কখনও এরকম নৃশংসতা দেখা যায়নি। আগামিদিনে কী হবে জানি না। কোনদিকে সব যাচ্ছে জানি না।”

অন্যদিকে হুগলির ঘড়িরমোড় এলাকা থেকে বিজেপি একটি মিছিল করে। চুঁচুড়া থানার সামনে গিয়ে বিক্ষোভ শুরু করেন বিজেপি কর্মীরা। পুলিশ থানার গেট আটকে দিলে শুরু হয় গেট ধরে টানাটানি। প্রবল গরমে বিক্ষোভ-আন্দোলনে নেমে এক মহিলা বিজেপি কর্মী অসুস্থও হয়ে পড়েন।