Left-Congress: ‘নেমে পড়লাম ময়দানে’, পঞ্চায়েত ভোটে রাজগঞ্জে আনুষ্ঠানিকভাবে ‘জোট’ ঘোষণা হাত-কাস্তের

CPM-Congress: সিপিএমের এরিয়া কমিটির সদস্য মজিদুল রহমান জানান,"আসন্ন পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস ও সিপিআইএম জোটবদ্ধভাবে লড়াই করবে।

Left-Congress: 'নেমে পড়লাম ময়দানে', পঞ্চায়েত ভোটে রাজগঞ্জে আনুষ্ঠানিকভাবে 'জোট' ঘোষণা হাত-কাস্তের
জোটবদ্ধ কংগ্রেস-সিপিএম (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Apr 10, 2023 | 5:46 PM

জলপাইগুড়ি: সাগরদিঘি উপনির্বাচনে জোটের জয়লাভ অক্সিজেন জুগিয়েছে রাজ্যের সমস্ত প্রান্তের বিরোধী দলগুলিকে। তাজা অক্সিজেন পেয়ে এবার নড়েচড়ে বসলো বাম কংগ্রেস। পঞ্চায়েত ভোট ঘোষণার আগে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ বিধানসভা এলাকায় জোট বাঁধলো সিপিএম ও কংগ্রেস। যেই আসনে যার বেশি শক্তি সেই আসনে সেই দল প্রার্থী দেবে এই মর্মে সহমত হলেন দুই বিরোধী রাজনৈতিক দল।

সোমবার দুপুরে সাংবাদিক সম্মেলন করে জোটের কথা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করলেন এককালের দুই যুযুধান রাজনৈতিক দল। জোট বাধার উদ্দ্যেশ্যে সোমবার রাজগঞ্জে জাতীয় কংগ্রেস কার্যালয়ে এক বিশেষ বৈঠক করা হয়। এই বৈঠকে জাতীয় কংগ্রেস ও সিপিএম নেতৃত্ব উপস্থিত ছিল। বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় কংগ্রেসের রাজগঞ্জ ব্লক সভাপতি দেবব্রত নাগ,বিশিষ্ট কংগ্রেস নেতা মোশারফ হোসেন,জিতেশ রায় সহ অন্যান্যরা। সিপিএমের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন রাজগঞ্জের এরিয়া সম্পাদক রতন রায়। এরিয়া কমিটির সদস্য মজিদুল রহমান সহ অন্যান্যরা।

এই বৈঠকে সিদ্ধান্ত হয় রাজগঞ্জ ব্লকে ১২ টি অঞ্চল রয়েছে। এর মধ্যে আপাতত রাজগঞ্জ ব্লকের ৮ টি গ্রাম পঞ্চায়েতে জাতীয় কংগ্রেস ও সিপিআইএম জোটবদ্ধভাবে লড়াই করবে। রাজগঞ্জ ব্লকে বাকি ৪ টি আসন রয়েছে ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা এলাকায়। সেখানকার নেতারা বাকি ৪ টি আসনে জোট নিয়ে ভাবনা চিন্তা চালাচ্ছেন। তবে এই জাতীয় জোট কেবলমাত্র রাজগঞ্জেই থেমে থাকবেনা। জেলাজুড়ে জোট গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে বলে সভায় আলোচনা হয়। পাশাপাশি সর্বসম্মতভাবে জোটের কনভেনার মনোনিত হয়েছেন বলে জানান জাতীয় কংগ্রেসের রাজগঞ্জ ব্লক সভাপতি দেবব্রত নাগ।

জোটের কনভেনার দেবব্রত নাগ জানান, সমস্ত ধর্মনিরপেক্ষ দলগুলিকে এই জোটে স্বাগত জানাই আমরা। আগে থেকেই আমাদের মধ্যে আলোচনা চলছিল। আজ আনুষ্ঠানিক ভাবে রাজগঞ্জ বিধানসভা এলাকায় থাকা ৮ টি অঞ্চল নিয়ে জোট বাধলাম আমরা। যার যেই অঞ্চলে শক্তি বেশি তারা সেই অঞ্চলে প্রার্থী দেবে এই মর্মে আমরা সহমত হয়েছি। আজ থেকে আমরা ময়দানে নেমে পড়লাম।”

সিপিএমের এরিয়া কমিটির সদস্য মজিদুল রহমান জানান,”আসন্ন পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস ও সিপিআইএম জোটবদ্ধভাবে লড়াই করবে। এই দুই দলের পাশাপাশি এসইউসিআই সহ অন্যান্য ধর্মনিরপেক্ষ দলগুলির সঙ্গে জোট নিয়ে আলোচনা চালাব আমরা। যার অতীতে কোনও দুর্নীতির অভিযোগ নেই,নির্বাচনে জিতে মানুষের পক্ষে কাজ করবে এমন প্রার্থী চয়নে আমরা গুরুত্ব দিয়েছি। তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে এই ধর্মনিরপেক্ষ জোট আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ভাল ফল করবে বলে আশাবাদী আমরা।”

সিপিএম কংগ্রেসের জোট প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র তথা জলপাইগুড়ি জেলাপরিষদের সহকারী সভাধিপতি দুলাল দেবনাথ টেলিফোনে জানান, “শুধু সিপিএম কংগ্রেস কেন ওই জোটে বিজেপি যোগ দিলেও অবাক হওয়ার কিছু নেই। মমতা ব্যানার্জীকে পরাস্ত করতে এই জাতীয় রামধনু জোট রাজ্য জুড়ে হবে। কিন্তু এতে কোনও লাভ হবে না। মানুষ মমতা ব্যানার্জীর উন্নয়নের পক্ষেই রায় দেবে। তৃণমূল ব্যাপক ভাবে জিতে ক্ষমতায় আসবে।”