Vande Bharat: মঙ্গলেই বাংলার ভাগ্যে আরও এক বন্দে ভারত, কোন রুটে ছুটবে সেই ট্রেন?
Vande Bharat: ২০২৩ সালের ডিসেম্বরে, প্রধানমন্ত্রী নতুন ৬টি বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করেছিলেন। এর মধ্যে কাটরা এবং নয়া দিল্লির মধ্যে দ্বিতীয় ট্রেন ছিল। অমৃতসর-দিল্লি, কোয়েম্বাটোর-বেঙ্গালুরু, ম্যাঙ্গালোর-মাদগাঁও, জালনা-মুম্বই এবং অযোধ্যা-দিল্লি রুটে ট্রেন চালু করা হয়েছিল।
নয়া দিল্লি: একগুচ্ছ বন্দে ভারত চালু হয়েছে ইতিমধ্যেই। এবার হাফ সেঞ্চুরি করার পথে বন্দে ভারত। ট্রেনের সংখ্যা ৫০ ছাড়িয়ে যাচ্ছে এবার। মঙ্গলবারই ১০টি নতুন বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সারা দেশের একাধিক রুটে চলবে ট্রেনগুলি। সেই তালিকায় রয়েছে বাংলাও।
যে সব রুটে বন্দে ভারত চলবে, সেগুলি হল লখনউ-দেরাদুন, পাটনা-লখনউ, নিউ জলপাইগুড়ি-পাটনা, পুরী-বিশাখাপত্তনম, কালাবুরগি-বেঙ্গালুরু, রাঁচি-বারানসী এবং খাজুরাহো-দিল্লি। এছাড়াও, রেল মন্ত্রক আহমেদাবাদ-মুম্বই, সেকেন্দ্রাবাদ-বিশাখাপত্তনম এবং মাইসুরু-চেন্নাই।
এছাড়া কয়েকটি রুটে বাড়ানো হবে দৈর্ঘ্য। আহমেদাবাদ-জামনগর রুটের বন্দে ভারত ট্রেন এখন দ্বারকা পর্যন্ত যাবে। আজমীর-দিল্লি ট্রেন চলবে চণ্ডীগড় পর্যন্ত। গোরখপুর-লখনউ ট্রেন এখন প্রয়াগরাজ পর্যন্ত যাবে। তিরুবনন্তপুরম-কাসারাগোড় ট্রেন পৌঁছবে ম্যাঙ্গালুরুতে।
২০২৩ সালের ডিসেম্বরে, প্রধানমন্ত্রী নতুন ৬টি বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করেছিলেন। এর মধ্যে কাটরা এবং নয়া দিল্লির মধ্যে দ্বিতীয় ট্রেন ছিল। অমৃতসর-দিল্লি, কোয়েম্বাটোর-বেঙ্গালুরু, ম্যাঙ্গালোর-মাদগাঁও, জালনা-মুম্বই এবং অযোধ্যা-দিল্লি রুটে ট্রেন চালু করা হয়েছিল। দিল্লি এবং বারাণসীর মধ্যে একটি দ্বিতীয় ট্রেন ২০২৩ সালের ডিসেম্বরে উদ্বোধন করা হয়েছিল।
নতুন ট্রেনগুলি উদ্বোধন হলে ভারতে বন্দে ভারত ট্রেনের মোট সংখ্যা হবে ৫১। এগুলো চলবে ৪৫টি রুটে। এর মধ্যে সবথেকে বেশি ট্রেন চলবে দিল্লি রুটে। উল্লেখ্য,সম্প্রতি হাওড়ায় গঙ্গার নীচ দিয়ে মেট্রোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।