TMC MLA Humayun kabir: ‘ইউসুফ পাঠানের বিরুদ্ধে ভোট করাব’, হুমায়ুন কবীরের প্রকাশ্য ‘হুমকি’

Humayun Kabir: হুমায়ুন কবীর বলেন, "আমি বলছি, আমি এটাকে মান্যতা দিচ্ছি না, আমি মানছি না। তার জন্য নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ জানালে কী করব তা গোটা রাজ্যের মানুষ দেখতে পাবেন। আমি ইউসুফ পাঠানের বিরুদ্ধে ভোট করব।" এবার কি তবে দল বদলের পালা হুমায়ুনের? তিনি বলছেন, কোনও দলে যাবেন না। বলেন, "আমি নিজেই পার্টি খুলব। নিজেই সেই পার্টির হয়ে লড়ব।"

TMC MLA Humayun kabir: 'ইউসুফ পাঠানের বিরুদ্ধে ভোট করাব', হুমায়ুন কবীরের প্রকাশ্য 'হুমকি'
কী বলছেন হুমায়ুনImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Mar 12, 2024 | 9:06 AM

কলকাতা: ইউসুফ পাঠানকে প্রার্থী করা নিয়ে ক্ষুব্ধ হুমায়ুন কবীর। ভোটের দিন ঘোষণার পর বড় পদক্ষেপ করবেন বলে জানান মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক। বলেন, নতুন দল করবেন প্রয়োজনে। রবিবার জনগর্জন সভা থেকে প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল। ৪২ জন প্রার্থীরই নাম ঘোষণা করেছে। সকলকে চমকে দিয়ে মুর্শিদাবাদের বহরমপুরে প্রার্থী ঘোষণা করা হয়েছে প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানকে। জোর চর্চা শুরু হয় এ নিয়ে।

এরইমধ্যে তৃণমূলের ‘বিদ্রোহী’ বিধায়ক হুমায়ুন কবীরের হুঁশিয়ারি। হুমায়ুন বলেন, “ইউসুফ পাঠানকে প্রার্থী মানতে আমার কোনও আপত্তি ছিল না। কিন্তু রাজ্য নেতৃত্ব যদি আমাদের মতো লোকজনকে একবার বলতেন এটা মানতে হবে, এটা আমাদের সিদ্ধান্ত, অবশ্যই আমি মাথা নত করে মেনে নিতাম।”

এরপরই সুর চড়ান হুমায়ুন। বলেন, “আমি বলছি, আমি এটাকে মান্যতা দিচ্ছি না, আমি মানছি না। তার জন্য নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ জানালে কী করব তা গোটা রাজ্যের মানুষ দেখতে পাবেন। আমি ইউসুফ পাঠানের বিরুদ্ধে ভোট করব।” এবার কি তবে দল বদলের পালা হুমায়ুনের? তিনি বলছেন, কোনও দলে যাবেন না। বলেন, “আমি নিজেই পার্টি খুলব। নিজেই সেই পার্টির হয়ে লড়ব।”