‘ডাইনি’ অপবাদে ৮ মাস ঘরছাড়া আদিবাসী মহিলা, গ্রামে না ঢুকলে দিতে পারবেন না ভোট

৮ মাস ধরে তিনি ও তাঁর পরিবার ভিটেমাটি ছাড়া। ততার পুকুর কলোনির মনিকুন্ড গ্রামের বাসিন্দা তিনি। তাঁর তিন ছেলে ও তাঁদের স্ত্রীরা রয়েছেন। রয়েছে ৪ শিশু সন্তানও। কোলের নাতিটির জন্য পলিথিন প্যাকেটের জল ও মুড়ির উপরেই ভরসা প্রৌঢ়ার।

‘ডাইনি’ অপবাদে ৮ মাস ঘরছাড়া আদিবাসী মহিলা, গ্রামে না ঢুকলে দিতে পারবেন না ভোট
নিজস্ব চিত্র
Follow Us:
| Updated on: Mar 30, 2021 | 9:47 PM

বীরভূম: গ্রামবাসীদের সন্দেহের জেরে ৮ মাস বাড়ি ছাড়া বোলপুরের এক আদিবাসী (Tribal) মহিলা। তিনি একা নন, ব্রাত্য তাঁর পরিবারের ১২ জন সদস্যও। সকলকে নিয়ে যাযাবরের মতো দিন কাটাচ্ছেন মহিলা। মঙ্গলবার, বোলপুর মহকুমাশাসকের কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা।

নির্যাতিতা মহিলার অভিযোগ, বিগত ৮ মাস ধরে তিনি ও তাঁর পরিবার ভিটেমাটি ছাড়া। ততার পুকুর কলোনির মনিকুন্ড গ্রামের বাসিন্দা তিনি। তাঁর তিন ছেলে ও তাঁদের স্ত্রীরা রয়েছেন। রয়েছে ৪ শিশু সন্তানও। কোলের নাতিকে পলিথিন প্যাকেটের জল ও মুড়ি খাওয়াচ্ছেন প্রৌঢ়া।

নির্যাতিতার অভিযোগ, একাধিক বার বোলপুর থানাতেও অভিযোগ জানালেও লাভ হয়নি। নিশ্চুপ থেকেছে প্রশাসন। এখন গ্রামে ঢুকতে না পারলে ভোটও (Vote) দিতে পারবেন না তিনি। মঙ্গলবার তাই মহকুমাশাসকের দ্বারস্থ হন মহিলা। বোলপুর (Bolpur) বিধানসভার ওই মহিলার পাশে ছিলেন পশ্চিমবঙ্গে আদিবাসী গওতার বোলপুর শান্তিনিকেতনের সভাপতি শিবু সোরেন।

শিবু সোরেন জানিছেন, রাজ্য সরকার থেকে কেন্দ্রীয় সরকার সকলেই আদিবাসী (Tribal) সম্প্রদায়ের উন্নয়ন নিয়ে চিন্তিত। আদিবাসী সম্প্রদায় শুধুই ভোটব্যাঙ্ক নয়। মধ্যযুগীয় এই বর্বরতা বন্ধ করতে হোক প্রশাসন এমনটাই দাবি শিবু সোরেনের।

আরও পড়ুন: ২০০ টাকা না পেয়ে ভাঙা মদের বোতল দিয়ে আঘাত শ্রমিককে, চলল গুলি