ভারতে চিকিৎসা করাতে আসাই কাল! করোনার উপসর্গ দেখা দিতেই হাসপাতাল বন্দি ১০ বাংলাদেশী
বুধবার বেনাপোল সীমান্ত থেকে বাংলাদেশে ফেরেন ওই ১০ ব্যক্তি। তিনজনের দেহে করোনার উপসর্গ দেখ দিতেই বৃহস্পতিবার তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়।
চট্টগ্রাম: ভারতে গিয়েছিলেন চিকিৎসা করাতে। কিন্তু ফিরলেন করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে। তাই ভারত ফেরত ১০ ব্যক্তিকে আপাতত রাখা হল চট্টগ্রাম মেডিক্যাল কলেজে। তিনজনের মধ্যে উপসর্গ দেখা দিলেও বাকিরা আপাতত উপসর্গহীন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার বেনাপোল সীমান্ত থেকে বাংলাদেশে ফেরেন ওই ১০ ব্যক্তি। নিয়ম অনুযায়ী, ভারত ফেরত সমস্ত যাত্রীদের করোনা পরীক্ষা ও কোয়ারেন্টাইনে থাকার নিয়ম রয়েছে। সেই হিসাবেই করোনা পরীক্ষা করা হয়, তাতে তিনজনের করোনা উপসর্গ ধরা পড়ে। এরপরই তিনজনকে চট্টগ্রামের ১৬ নম্বর মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। বাকি সাতজনকে ২৯ নম্বর ওয়ার্ডের কেবিনে ভর্তি করা হয়।
আপাতত তাঁদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। উল্লেখ্য চলতি মাস থেকেই বাংলাদেশে কড়া লকডাউন জারি ছিল।
গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়ে ৩৭ জনের মৃত্যু হয়। নতুন করে সংক্রমিত হয়েছেন ১ হাজার ৬৮২ জন। এই নিয়ে সে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লক্ষ ৭০ হাজার ৮৪২ জনে। মোট মৃত্যু হয়েছে ১১ হাজার ৮৩৩ জনের।
আরও পড়ুন: ইমরানের হঠকারি সিদ্ধান্তে ক্ষোভ দেশের অন্দরেই, ‘বলির পাঁঠা’ হতে রাজি নন কূটনীতিবিদরা