Bizarre: যৌন তৃপ্তি মেটাতে পুরুষাঙ্গের ভিতরে তিন-তিনটে ব্যাটারি! বৃদ্ধের কাণ্ড দেখে মাথায় হাত চিকিৎসকদের
Australia: যৌনাঙ্গে ব্যাটারি প্রবেশ করানোর ২৪ ঘণ্টা পরে ওই বৃদ্ধ হাসপাতালে আসেন। ইমার্জেন্সি বিভাগে যখন তাঁকে আনা হয়, তখন তাঁর যৌনাঙ্গে যন্ত্রণা হচ্ছিল, মূত্রও ঠিকমতো হচ্ছিল না। চিকিৎসকরা জিজ্ঞাসা করতেই আসল কথা জানান বৃদ্ধ। তড়িঘড়ি চিকিৎসকরা তাঁর পুরুষাঙ্গ থেকে ব্যাটারিগুলি বের করেন।
সিডনি: কত কিছুই না ঘটে এই দুনিয়ায়। মানুষ প্রাণীজগতের সবথেকে বুদ্ধিমান প্রাণী হলেও, মাঝে মধ্য়ে এমন কিছু ঘটনা সামনে আসে, যা এই তত্ত্বকেই প্রশ্নের মুখে ফেলে। কখনও শোনা যায়, টাকা পয়সা বা সোনা গিলে ফেলেছেন কেউ, আবার কারোর পেট থেকে আস্ত ঘড়ি থেকে শুরু করে নানা যন্ত্রাংশ উদ্ধার হয়। পায়ুদ্বারেও অদ্ভুত জিনিসপত্র ঢোকানের ঘটনা নতুন নয়। এবার আরও উদ্ভট এক ঘটনা সামনে এল। এক বৃদ্ধের যৌনাঙ্গের ভিতর থেকে বেরল ব্যাটারি! তাও আবার একটা নয়, তিন তিনটে ব্যাটারি। বৃদ্ধের কাণ্ড দেখে চক্ষু চড়কগাছ চিকিৎসকদের।
জানা গিয়েছে, অস্ট্রেলিয়ার বাসিন্দা ৭৩ বছর বয়সী এক বৃদ্ধ এই কাণ্ড ঘটিয়েছেন। চিকিৎসকরা তাঁর পুরুষাঙ্গ থেকে বের করেছেন বোতামের আকারের তিনটি ব্যাটারি। বৃদ্ধ জানিয়েছেন, তাঁর যৌন চাহিদা পূরণ করার জন্যই ইচ্ছাকৃতভাবে যৌনাঙ্গের ভিতরে ব্যাটারি প্রবেশ করিয়েছিলেন। এমন কাজ প্রথমবার নয়, অনেকবারই পুরুষাঙ্গের ইউরেথ্রার মাধ্যমে তিনি নানান জিনিসপত্র প্রবেশ করিয়েছিলেন, কিন্তু এবার সেই ব্যাটারি শরীরের ভিতরে আটকে যাওয়ায় চিকিৎসকদের দ্বারস্থ হতে হয় তাঁকে। ফাঁস হয়ে যায় তাঁর গোপন কীর্তি।
চিকিৎসকরা জানিয়েছেন, যৌনাঙ্গে ব্যাটারি প্রবেশ করানোর ২৪ ঘণ্টা পরে ওই বৃদ্ধ হাসপাতালে আসেন। ইমার্জেন্সি বিভাগে যখন তাঁকে আনা হয়, তখন তাঁর যৌনাঙ্গে যন্ত্রণা হচ্ছিল, মূত্রও ঠিকমতো হচ্ছিল না। চিকিৎসকরা জিজ্ঞাসা করতেই আসল কথা জানান বৃদ্ধ। তড়িঘড়ি চিকিৎসকরা তাঁর পুরুষাঙ্গ থেকে ব্যাটারিগুলি বের করেন।
যদি আর কিছুক্ষণ দেরি হত, তবে পুরুষাঙ্গ হয়তো বাদই দিতে হত ওই বৃদ্ধের। চিকিৎসকরা জানিয়েছেন, শরীরে এই ধরনের বস্তু প্রবেশ করলে, মাত্র দুই ঘণ্টাতেই নেকরোসিস শুরু হয়, যেখানে শরীরে কোষের মৃত্যু হয়। বৃদ্ধের গ্যাংগ্রিনের মতো ভয়ঙ্কর সংক্রমণ হওয়ারও সম্ভাবনা ছিল।
১০ দিন বাদেই ওই বৃদ্ধ আবার হাসপাতালে ফিরে আসেন। এবার তিনি জানান, ব্যাটারি বের করার পর তাঁর পুরুষাঙ্গ ফুলে গিয়েছে, সেই জায়গায় চুলকানি হচ্ছে এবং তরল বের হচ্ছে। চিকিৎসকরা পরীক্ষার পর তাঁর পুরুষাঙ্গের ত্বকে সামান্য ছেদ করেন এবং জমা তরল বের করেন। নেকরোসিসের কারণেই ওই ব্যক্তির ইউরেথ্রার একটি বড় অংশ বাদ দিতে হয়।