PM Narendra Modi: প্রধানমন্ত্রী মোদীকে হিংসা করেন অস্ট্রেলিয়ার নেতা-মন্ত্রীরা! সংসদেই ফাঁস গোপন কথা
India-Australia: অস্ট্রেলিয়ার সংসদেই বিরোধী দলনেতা পিটার ডুটন বলেছেন, অস্ট্রেলিয়ার প্রত্যেক রাজনৈতিক নেতাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখে ইর্ষায়িত। এমনকী এই কথা তিনি প্রধানমন্ত্রী মোদীকেও জানিয়েছেন।
সিডনি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এই একটা নামই যথেষ্ট। গোটা বিশ্বেই আজ অন্যতম সেরা রাষ্ট্রনেতা হিসাবে পরিচিত তিনি। বিপুল জনপ্রিয়তা তাঁর। শুধু দেশের অন্দরেই নয়, বিদেশের মাটিতেও বিপুল ভালবাসা পান তিনি। এবার তাঁকে নিয়েই প্রকাশ্যে এল এক গোপন তথ্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখে নাকি ইর্ষায়িত অস্ট্রেলিয়ার রাজনৈতিক নেতারা। এটা অন্য কেউ নয়, অস্ট্রেলিয়ার বিরোধী নেতা পিটার ডুটনেরই দাবি।
অস্ট্রেলিয়ার সংসদেই বিরোধী দলনেতা পিটার ডুটন বলেছেন, অস্ট্রেলিয়ার প্রত্যেক রাজনৈতিক নেতাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখে ইর্ষায়িত। এমনকী এই কথা তিনি প্রধানমন্ত্রী মোদীকেও জানিয়েছেন।
তবে কেন হঠাৎ প্রধানমন্ত্রী মোদীকে হিংসা করেন অস্ট্রেলিয়ার নেতা-মন্ত্রীরা জানেন? তাঁর জনপ্রিয়তা দেখে। দেশ তথা গোটা বিশ্ব জুড়েই যে বিপুল জনপ্রিয়তা রয়েছে নরেন্দ্র মোদীর, তা নিয়েই ইর্ষায়িত অস্ট্রেলিয়ার নেতারা।
২০২৩ সালে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী, নয় বছর সেটাই তাঁর প্রথম অস্ট্রেলিয়া সফর ছিল। সেখানে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে মঞ্চে যখন উঠেছিলেন ভারতের প্রধানমন্ত্রী, সেই সময় স্টেডিয়ামে উপস্থিত ২০ হাজার দর্শক একসুরে “মোদী মোদী” রব তুলেছিলেন। ভিন দেশে এসেও প্রধানমন্ত্রী মোদী যে এই বিপুল জনপ্রিয়তা উপভোগ করেন, তা দেখেই নাকি ইর্ষায়িত বোধ করেছেন অস্ট্রেলিয়ার নেতারা।