ধর্মনিরেপক্ষতার নীতি থেকে একচুলও সরেনি বাংলাদেশ: শেখ হাসিনা পুত্র জয়

“আমরা ভিন্ন ধর্মাবলম্বী হলেও আমরা সকলে বাঙালি। ধর্মনিরেপক্ষতার নীতি থেকে কখনই সরে আসবে না বাংলাদেশ।”

ধর্মনিরেপক্ষতার নীতি থেকে একচুলও সরেনি বাংলাদেশ: শেখ হাসিনা পুত্র জয়
শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজিদ জয়।
Follow Us:
| Updated on: Nov 23, 2020 | 8:23 AM

TV9 বাংলা ডিজিটাল: মুসলিম প্রধান দেশ হলেও বাংলাদেশ (Bangladesh) একটি ধর্মনিরেপক্ষ (Secularism) দেশ। দেশের প্রতিটি মানুষকে তাঁর নিজ ধর্ম পালনের অধিকার দিয়েছে সংবিধান। সরকার দেশের এই ধর্মনিরপেক্ষ অবস্থানে বদ্ধপরিকর এবং সেই অবস্থান থেকে একচুলও সরেনি, আরও একবার মনে করিয়ে দিলেন শেখ হাসিনার পুত্রে তথা প্রধানমন্ত্রী উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় (Sajeeb Wazed Joy)।

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড ২০২০’-এ অংশ নিয়ে জয় বলেন, “আমরা ভিন্ন ধর্মাবলম্বী হলেও আমরা সকলে বাঙালি। ধর্মনিরেপক্ষতার নীতি থেকে কখনই সরে আসবে না বাংলাদেশ।”

বাংলাদেশ বিগত তিন দশক ধরে জয় বাংলা পুরস্কার দেয়। দেশ ও সমাজ পরিবর্তনে ইতিবাচক ভূমিকা পালন করেছেন, এমন ব্যক্তিত্বদের সম্মানিত করতেই এই পুরস্কার দেওয়া হয়। করোনার কারণে এবার গোটা অনুষ্ঠানই অনলাইনে হচ্ছে।

এই ভার্চুয়াল থেকে হাসিনা (Sheikh Hasina) পুত্রের এমন মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। সম্প্রতি সাকিব আল হাসানের (Shakib Al Hassan) কালী পুজো উদ্বোধন এবং সে কারণে তাঁকে খুন করার হুমকি দেওয়া নিয়ে বাংলাদেশ বেশ সরগরম। এমনকি কলকাতায় পরেশ পালের পুজো উদ্বোধন করার জন্য নিজের ইউটিউব চ্যানেলে ক্ষমা চাইতেও বাধ্য হন তিনি। এমন অসহিষ্ণুতার বাতাবরণে স্বাভাবিকভাবেই চিন্তিত প্রগতিশীল সমাজ। এমন সময়ে স্বয়ং হাসিনা পু্ত্রের ধর্মনিরেপক্ষতার নীতির কথা স্মরণ করিয়ে দেওয়া সামগ্রিক ক্ষেত্রেই বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকদের একাংশ।