Bangladesh News: পায়ের সামনে থুতু ফেলায় কিশোরকে কুপিয়ে ‘খুন’, ধৃত ৪
Bangladesh News: ভুলবশত পায়ের সামনে থুতু ফেলেছিল কিশোর। সেই অপরাধে তাকে কুপিয়ে খুন করা হল।
ঢাকা : ভুলবশত পায়ের সামনে থুতু ফেলেছিল এক নাবালক। এর জেরে কুপিয়ে খুন করা হল তাকে। এই বিভীষিকাময় ঘটনাটি ঘটেছে বাংলাদেশে। ঢাকার খুব কাছেই নরসিংদীর মাধবদীতে এই খুনের ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। এই আবহে সেই নাবালকের খুনীকে সাজা দেওয়ার দাবিতে আন্দোলন শুরু হয়েছে সেদেশে। মাধবদী এসপি ইনস্টিটিউশনের সামনে শিক্ষক-শিক্ষিকারা মানববন্ধনও করেন দোষীর শাস্তির দাবিতে। জানা গিয়েছে, নিহত নাবালকের নাম মোবারক হোসেন ওরফে শাহ আলম। তার বয়স মাত্র ১৭ বছর। সে নারায়ণগঞ্জের বাসিন্দা। মাধবদীর এসপি ইনস্টিটিউশন থেকে এবার এসএসসি পরীক্ষায় বসেছিল সে।
বাংলাদেশি সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধে সাতটা নাগাদ মাধবদীর চায়ের দোকানের সামনে একদল দুষ্কৃতী সেই নাবালককে কুপিয়ে খুনের চেষ্টা করে। এরপর গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছিল। পরে মধ্যরাতে সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নিহত কিশোরের মা মাজেদা বেগম অভিযোগ করেন, ১০ জন মিলে তার ছেলেকে কুপিয়েছে। তিনি পুলিশের কাছে এই নিয়ে অভিযোগও দায়ের করেন। অভিযুক্তদের মধ্যে ৪ জন পুলিশের জালে।
অভিযোগ, শুক্রবার মোবারক হোসেন রিকশায় করে যাচ্ছিল। এক চায়ের দোকানে সামনে দিয়ে যাওয়ার সময় সে থুতু ফেলেছিল। সেটা ইয়াসিন নামে একজনের পায়ের সামনে পড়ে। এরপর মোবারকের ওপর চোটপাট শুরু করে ইয়াসিন। দু’জনের মধ্যে ঝামেলা শুরু হয়। এই ঘটনার জেরেই পরদিন সন্ধ্যায় সেই চায়ের দোকানের সামনেই ইয়াসিনের নেতৃত্বে ১০ থেকে ১২ জন এসে মোবারককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার চেষ্টা করে। এদিকে ঘটনার পর থেকেই মূল অভিযুক্ত ইয়াসিন পলাতক। এই ঘটনা প্রসঙ্গে এসপি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক কিরণ চন্দ্র দেবনাথ বাংলাদেশি সংবাদমাধ্যমকে বলেন, ‘এসএসসি পরীক্ষার্থী মোবারকের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি।’ এদিকে পুলিশ অন্য অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।