AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sheikh Hasina: নির্বাচনে জনগণের অংশগ্রহণই গুরুত্বপূর্ণ, বিরোধীদের খোঁচা দিয়ে বললেন শেখ হাসিনা

শেখ হাসিনা সাফ জানিয়েছেন, অংশগ্রহণমূলক নির্বাচন বলতে তিনি বোঝেন মানুষের অংশগ্রহণ। জনগণ ভোটে অংশ নিয়ে যে রায় দেবে সেই অনুযায়ীই সরকার গঠন হবে বলে জানান হাসিনা।

Sheikh Hasina: নির্বাচনে জনগণের অংশগ্রহণই গুরুত্বপূর্ণ, বিরোধীদের খোঁচা দিয়ে বললেন শেখ হাসিনা
শেখ হাসিনাImage Credit: Prothom Alo
| Edited By: | Updated on: Aug 31, 2023 | 7:25 PM
Share

ঢাকা: যত দিন যাচ্ছে, বাংলাদেশে তত বাড়ছে নির্বাচনী উত্তাপ। দক্ষিণ আফ্রিকায় ব্রিকস সম্মেলন থেকে ফিরে সেই সম্পর্কিত সাংবাদিক বৈঠক করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই বৈঠকেই নির্বাচনের প্রসঙ্গ উঠে আসে। বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচন কতটা অংশগ্রহণ মূলক হবে তা নিয়ে প্রশ্ন করা হয়ে হাসিনাকে। সেখানে উঠে আসে নির্বাচনে বিএনপি-র প্রতিদ্বন্দ্বিতার প্রসঙ্গও। এই প্রেক্ষিতেই বাংলাদেশের প্রধানমন্ত্রী সাফ জানিয়েছেন, জনগণ যদি ভোটে অংশগ্রহণ করতে পারে, তাহলে সেই নির্বাচন অংশগ্রহণমূলক নির্বাচন হবে। অংশগ্রহণমূলক নির্বাচনে জনতার ভোটে জয়ীরা ক্ষমতায় বসবে বলে এ দিন জানিয়েছেন আওয়ামি লিগের প্রধান শেখ হাসিনা।

ব্রিকস সম্মেলন, আন্তর্জাতিক স্তরে বাংলাদেশের প্রতিনিধিত্ব- এ সব নিয়ে আলোচনার মধ্যেই উপস্থিত সাংবাদিকরা আসন্ন নির্বাচন নিয়ে প্রশ্ন ছুড়ে দেন শেখ হাসিনাকে। নির্বাচনকে অংশগ্রহণমূলক করতে কী কী উদ্যোগ নেওয়া তা জানতে চাওয়া হল বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে। অংশগ্রহণ নিয়ে মূলত বিরোধী দলগুলির নির্বাচনে অংশগ্রহণের বিষয়টিও বোঝানোর চেষ্টা করছিলেন সাংবাদিক। এ নিয়েই কৌশলী জবাব এসেছে হাসিনার তরফে।

শেখ হাসিনা সাফ জানিয়েছেন, অংশগ্রহণমূলক নির্বাচন বলতে তিনি বোঝেন মানুষের অংশগ্রহণ। জনগণ ভোটে অংশ নিয়ে যে রায় দেবে সেই অনুযায়ীই সরকার গঠন হবে বলে জানান হাসিনা। এর পর বিরোধী দলগুলির অংশগ্রহণ প্রসঙ্গে ব্যঙ্গের স্বরে হাসিনা বলেছেন, “অংশগ্রহণ বলতে কাদের অংশগ্রহণ? ভোট চোর, ভোট ডাকাতদের? দুর্নীতিবাজ, মানি লন্ডারিং, খুনি, ২১ আগস্টে গ্রেনেড হামলাকারী, জাতির পিতার হত্যাকারী, একাত্তরের যুদ্ধাপরাধী—তাদের অংশগ্রহণ? এটা কি জনগণ চায়? তারা অংশগ্রহণ করলেই বৈধ হবে। আর অন্য কেউ করলে হবে না, এটা তো হতে পারে না।”

বাংলাদেশের বিরোধী দল বিএনপি-র দাবি শেখ হাসিনা পদত্যাগ করুন। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হোক বাংলাদেশে। বিএনপি-র এই দাবিকে নস্যাৎ করে হাসিনা জানিয়ে দিয়েছেন সংবিধান মেনেই নির্বাচন হবে বাংলাদেশে। এর পাশাপাশি বিএনপি-র উদ্দেশেও তোপ দেগেছেন তিনি। বিগত কয়েক বছরে বাংলাদেশের বিভিন্ন স্থানীয় নির্বাচনে সাধারণ জনগণের অংশগ্রহণের প্রসঙ্গ তুলে ধরেছেন হাসিনা। বিএনপি নমিনেশন বিক্রি করে টাকা রোজগার করেও বলেও অভিযোগ শেখ হাসিনার। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে বুদ্ধিজীবীদের খোলা চিঠির প্রসঙ্গেও কটাক্ষ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এ বিষয়ে হাসিনার বলেছেন, “যখন মিলিটারি নির্বাচন করত, জিয়াউর রহমান, খাদেলা জিয়া ভোট চুরি করত তখন দেশের আতেলরা কোথায় ছিলেন? তাঁদের নীতি কোথায় ছিল?”