Bangladesh News: একসঙ্গে ৮০ জন উঠে পড়ল, বাংলাদেশের নৌকাডুবির আগের মুহূর্তের ভিডিয়ো প্রকাশ্যে, দেখে নিন…

Bangladesh: দেবীপক্ষের শুরুতে ভয়াবহ দুর্ঘটনায় এতগুলি তরতাজা প্রাণ চলে গিয়েছে। এখনও উদ্ধার কাজ চলছে, এই অবস্থায় ফেসবুকে একটি চমকে যাওয়ার মতো ভিডিয়ো ভাইরাল হয়েছে।

Bangladesh News: একসঙ্গে ৮০ জন উঠে পড়ল, বাংলাদেশের নৌকাডুবির আগের মুহূর্তের ভিডিয়ো প্রকাশ্যে, দেখে নিন...
ছবি: সোশ্যাল মিডিয়া
Follow Us:
| Edited By: | Updated on: Sep 26, 2022 | 6:28 PM

ঢাকা: মহালয়ার দিনই বাংলাদেশের পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে ভয়াবহ নৌকাডুবির ঘটনা ঘটেছিল। গত কাল ২৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও আজ বিকেল অবধি আরও ১৬ জনের দেহ উদ্ধার হয়েছে। যার ফলে সব মিলিয়ে এই দুর্ঘটনার মৃতের সংখ্যা বেড়ে ৪১ হয়েছে। এখনও অবধি ৪০ জন নিখোঁজ বলেই জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে রংপুর ফায়ার সার্ভিস, রাজশাহি ও কুড়িগ্রামের ৩টি ডুবুরি দল এখনও উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।

দেবীপক্ষের শুরুতে ভয়াবহ দুর্ঘটনায় এতগুলি তরতাজা প্রাণ চলে গিয়েছে। এখনও উদ্ধার কাজ চলছে, এই অবস্থায় ফেসবুকে একটি চমকে যাওয়ার মতো ভিডিয়ো ভাইরাল হয়েছে। ভিডিয়োতে দেখা গিয়েছে, নৌকাতে অসংখ্য যাত্রী একসঙ্গে উঠে গন্তব্যের উদ্দেশে রওনা দিয়েছেন। দেখেই যাচ্ছেন, ওই ছোট নৌকাটি এত লোকের ভারবহনে অক্ষম। গন্তব্যের দিকে রওনা দিতে মাঝপথে ঘটে বিপর্যয়। নৌকাডুবে বেঘোরে এতগুলি প্রাণ চলে গেল।

রবিবার দুপুরে বোদা উপজেলার মাড়েয়া বামনহাট এলাকার আউলিয়া ঘাটের কাছে এই দুর্ঘটনাটি ঘটেছিল। মহালয়া উপলক্ষে, বড়শশী এলাকার বদেশ্বরী মন্দিরে এক বিশাল ধর্মসভার আয়োজন করা হয়েছিল। সেখানে যাওয়ার জন্য মাড়েয়া বাজার এলাকার আউলিয়া ঘাটে ব্যাপক জমায়েত হয়েছিল। পুলিশ জানিয়েছে ওই নৌকাটিতে একসঙ্গে ৭০-৮০ জন উঠে পড়ে। প্রথম থেকেই নৌকাটিতে ভারসাম্যগত সমস্যা ছিল। শনিবার বৃষ্টির কারণে নদীতে জলস্তর বেশি ছিল। যাত্রা শুরুর খানিক পরেই নৌকাটি বিপজ্জনকভাবে দুলতে শুরু করে। ফেরার পথে সেটি ডুবে যায়।