কক্সবাজারে করোনার গ্রাফ উর্ধ্বমুখী, রোহিঙ্গাদের টিকা দেওয়া শুরু বাংলাদেশে

বাংলাদেশে করোনার নতুন তরঙ্গে ব্যাপক হারে বাড়ছে সংক্রমণ। তাই টিকাকরণ আরও বাড়াতে উদ্যোগী হাসিনা সরকার

কক্সবাজারে করোনার গ্রাফ উর্ধ্বমুখী, রোহিঙ্গাদের টিকা দেওয়া শুরু বাংলাদেশে
ফাইল ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Aug 10, 2021 | 1:37 PM

ঢাকা: নতুন করোনা সংক্রমণ ভয়ঙ্কর আকার ধরেছে বাংলাদেশে। প্রতিটি জেলায় বাড়ছে সংক্রমণ। হাসপাতালে বাড়ছে ভিড়। তাই দেশ জুড়ে সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে রোহিঙ্গাদের ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া শুরু হল বাংলাদেশে। রোহিঙ্গা ক্যাম্পগুলোতে টিকা দেওয়া শুরু হয়েছে। ডেল্টা ভ্যারিয়েন্টের জন্যই এমনটা হচ্ছে বলে অনুমান বিশেষজ্ঞদের। তাই এই অবস্থায় রোহিঙ্গাদের ক্ষেত্রে কোনও ঝুঁকি নিতে চাইছে না বাংলাদেশ সরকার। মায়ানমার থেকে এসে শরণার্থী হিসেবে বাংলাদেশে আশ্রয় নিয়েছিল ১০ লক্ষ রোহিঙ্গা।

ইতিমধ্যেই রোহিঙ্গাদের জন্য কক্সবাজারে পৌঁছেছে ৪৯ হাজার ডোজ টিকা। মঙ্গলবার থেকে ক্যাম্পগুলোতে টিকা কর্মসূচি শুরু হচ্ছে। ৩৪টি রোহিঙ্গা ক্যাম্পে প্রস্তুত করা হয়েছে ৫৬টি টিকা কেন্দ্র। প্রথম দফায় ৫৫ বছরের বেশি বয়সি প্রায় সাড়ে ৪৮ হাজার রোহিঙ্গাকে করোনার টিকা দেওয়া হবে। এ ছাড়া ১৮ হাজার স্বেচ্ছাসেবককেও টিকা দেওয়া হবে বলে জানানো হয়েছে।

এখনও পর্যন্ত পাওয়া হিসেব অনুযায়ী, রোহিঙ্গাদের মধ্যে ৭ অগস্ট পর্যন্ত করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ২,৬৩২ জন রোহিঙ্গা। আক্রান্তদের মধ্যে ২৮ জন রোহিঙ্গার মৃত্যু হয়েছে। অন্যদিকে, কক্সবাজারের স্থানীয়দের মধ্যে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৬৬৫ জন। এদের মধ্যে ১৭৯ জনের মৃত্যু হয়েছে। কক্সবাজারের ১ লক্ষের বেশি বাসিন্দাকে এখনও পর্যন্ত টিকা দেওয়া হয়েছে। আরও পড়ুন: অশুভ শক্তি দূর হবে! ১০৮ কেজি লঙ্কার গুঁড়োয় স্নান করলেন পুরোহিত