Bangladesh News: গাছের সঙ্গে বাঁধা বৃদ্ধের মৃতদেহ, মৃতের ছেলে ও পুত্রবধুর কথায় অসঙ্গতি, তদন্তে পুলিশ

Bangladesh News: বৃদ্ধের মৃত্যুর তদন্তে নেমেছে স্থানীয় থানার পুলিশ। তদন্তে নেমে পুলিশের প্রাথমিক অনুমাণ পারিবারিক সমস্যা ও কলহের জেরে গতকাল রাতেই এই বৃদ্ধকে হত্যা করা হয়েছে।

Bangladesh News: গাছের সঙ্গে বাঁধা বৃদ্ধের মৃতদেহ, মৃতের ছেলে ও পুত্রবধুর কথায় অসঙ্গতি, তদন্তে পুলিশ
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Apr 23, 2022 | 8:16 PM

লক্ষ্মীপুর: প্রবীণ মানুষদের অবহেলা এখন প্রায় সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। মাঝে মধ্যেই এমন খবর সামনে আসে যাতে দেখা যায়, সংসারে উচ্ছিষ্ট হয়ে যাওয়ার কারণে ছেলে বা মেয়ে ক্ষুদ্র স্বার্থ আদায়ের জন্য বৃদ্ধ মা বাবাকে হত্যা করেছে। এত বৃদ্ধের মৃতদেহ উদ্ধারের ঘটনায় এই তত্ত্বই আরও জোরাল হয়েছে। বাংলাদেশের (Bangladesh) লক্ষ্মীপুরে গাছের সঙ্গে বাঁধা অবস্থায় এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার লক্ষ্মীপুরের দিঘলী ইউনিয়নের দক্ষিণ খাগুরিয়া এলাকার একটি বাগান থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে নিহত ব্যক্তির নাম মিলন হোসেন। তাঁর বয়স আণুমানিক ৬০ বছর বলেই জানিয়েছে পুলিশ। বৃদ্ধের মৃতদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহের তির গিয়ে পড়েছে মৃতের ছেলে ও তাঁর স্ত্রীয়ের ওপর। জিজ্ঞাসাবাদের জন্য ওই দু’জনকে আটক করা হয়েছে বলেই জানিয়েছে পুলিশ।

বৃদ্ধের মৃত্যুর তদন্তে নেমেছে স্থানীয় থানার পুলিশ। তদন্তে নেমে পুলিশের প্রাথমিক অনুমাণ পারিবারিক সমস্যা ও কলহের জেরে গতকাল রাতেই এই বৃদ্ধকে হত্যা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে তাদের মনে হচ্ছে যে ওই বৃদ্ধকে ব্যাপকভাবে মারধর করা হয়েছে, তারপরই তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। শনিবার সকালেই বৃদ্ধের বাড়ির কাছের বাগানের একটি গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তাঁর লাশ দেখেন। সঙ্গে সঙ্গে তারা পুলিশে খবর দেন। পুলিশ খবর পাওয়ার পর, ঘটনাস্থলে এসে ওই ব্যক্তির লাশ উদ্ধার করেছে।

এই খুনের ঘটনা প্রসঙ্গে জানতে চাইলে চন্দ্রগঞ্জ থানার ওসি মহম্মজ মোসলেহ উদ্দিন জানিয়েছেন, ওই ব্যক্তিকে পুলিশ যখন উদ্ধার করতে যায়, তখন গাছের সঙ্গে বৃদ্ধের হাত বাঁধা ছিল। থানার ভার প্রাপ্ত আধিকারিক জানিয়েছেন, মৃতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান পারিবারিক বিবাদের জন্য এই খুনের ঘটনা ঘটেছে। পুলিশ মনে করছে মৃতের ছেলে ও তাঁর পুত্রবধু এই খুনের ঘটনার সঙ্গে জড়িত। জিজ্ঞাসাবাদের পর তাদের কথা অসঙ্গতি মিলেছে, শেষ পাওয়া খবর অনুযায়ী তাদের গ্রেফতার করা হতে পারে।

আরও পড়ুন Bangladesh News: গাড়িতে বসে ভ্যান চালকের হাতে পরপর ‘বেতের বাড়ি’, সবক শেখালেন মেয়র