Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

করোনার কামড়, সোমবার থেকে বাংলাদেশে বন্ধ গণপরিবহণ

দেশে গণপরিবহণ যাতে সম্পূর্ণ বন্ধ থাকে তা নিশ্চিত করতে টহল দেবে পুলিশ। সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত বাংলাদেশে খোলা থাকবে রেস্তরাঁ, খাওয়ারের দোকান।

করোনার কামড়, সোমবার থেকে বাংলাদেশে বন্ধ গণপরিবহণ
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: Jun 27, 2021 | 8:20 PM

ঢাকা: করোনা নিয়ন্ত্রণে আগেই বড়সড় পদক্ষেপের ইঙ্গিত মিলেছিল বাংলাদেশে (Bangladesh) সরকারের তরফে। করোনা নিয়ন্ত্রণে এ বার গণপরিবহণ বন্ধ করারই সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিজ্ঞপ্তি দিয়ে বাংলাদেশের সরকার জানিয়েছে, সোমবার সকাল ৬টা থেকে সে দেশে বন্ধ থাকবে গণপরিবহণ। আপাতত বৃহস্পতিবার পর্যন্ত বলবৎ থাকবে এই নিয়ম।

গণপরিবহণের পাশাপাশি বন্ধ থাকবে শপিং মল, বাজার, রিসর্ট, কমিউনিটি সেন্টারও। তবে নিয়মের বেড়াজালের বাইরে থাকছে পণ্যবাহী যানবাহন ও রিকশা। দেশে গণপরিবহণ যাতে সম্পূর্ণ বন্ধ থাকে তা নিশ্চিত করতে টহল দেবে পুলিশ। সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত বাংলাদেশে খোলা থাকবে রেস্তরাঁ, খাওয়ারের দোকান।

সরকারি ও বেসরকারি সংস্থাগুলিকে কর্মচারীদের নিজস্ব ব্যবস্থায় অফিসে আনতে হবে। সেক্ষেত্রেও শুধুমাত্র প্রয়োজনীয় কর্মচারীদেরই অফিসে আনার নির্দেশ দিয়েছে মন্ত্রী পরিষদ। সে দেসের সংবাদ মাধ্যম জানিয়েছে, সূত্র মারফত খবর যে বৃহস্পতিবার থেকে বাংলাদেশে জারি হতে পারে ‘সর্বাত্মক লকডাউন।’

বাংলাদেশে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ায় প্রথমে ৫ এপ্রিল থেকে ৭ দিনের বিধি-নিষেধ জারি হয়েছিল। পরবর্তীকালে তা আরও ২ দিন বাড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় এরপর চালু হয় ‘সর্বাত্মক লকডাউন।’ এরপর ১৫ জুলাই পর্যন্ত বিধি-নিষেধ জারি রাখার সিদ্ধান্ত নেয় হাসিনার মন্ত্রক। সংক্রমণের বাড়বাড়ন্তের কথা মাথায় রেখে এ বার জরুরি পরিষেবা বাদে সবকিছু সম্পূর্ণ বন্ধ করতে পারে বাংলাদেশ।

আরও পড়ুন: গুরুতর অসুস্থ খালেদা জিয়া, চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর আবেদন সাংবাদিকদের