দ্বিতীয় ওয়েভে বিধ্বস্ত বাংলাদেশ, এ বার হাজির ব্ল্যাক ফাঙ্গাস

Bangladesh: সংক্রমণের সংখ্যা প্রত্যেকদিন রেকর্ড হারে বাড়ছে।

দ্বিতীয় ওয়েভে বিধ্বস্ত বাংলাদেশ, এ বার হাজির ব্ল্যাক ফাঙ্গাস
ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Jul 28, 2021 | 10:45 PM

ঢাকা: দ্বিতীয় ওয়েভে বিধ্বস্ত বাংলাদেশ। সে দেশে ক্রমশ বাড়ছে করোনার সংক্রমণ। যা চিন্তার কারণ হয়ে উঠছে। এই অবস্থায় উদ্বেগ বাড়াচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস। ভারতের গত কয়েকমাস আগেও ব্ল্যাক ফাঙ্গাস চিন্তার কারণ হয়ে উঠেছিল। এ বার প্রতিবেশী দেশে উদ্বেগের কারণ হয়ে উঠছে এই ফাঙ্গাস। চট্টগ্রামের এক আধিকারিক জানিয়েছেন, একজন রোগী পাওয়া গিয়েছে যাকে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হিসাবে সন্দেহ করা হচ্ছে।

জানা গিয়েছে, ওই মহিলা কোভিড-১৯ আক্রান্ত হওয়ার পর হাসপাতালে ছিলেন। সেরে উঠে বাড়ি যাওয়ার পর ফের একবার অসুস্থ হয়ে পড়েন ওই মহিলা। দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

আক্রান্ত ওই মহিলার পরিবারের তরফে জানা গিয়েছে, গত ২৫ জুন তিনি জ্বরে আক্রান্ত হওয়ার পর ৩ জুলাই কোভিড-১৯ পজিটিভ হন। ১৫ জুলাই কোভিড সারলেও তার বিভিন্ন শারীরিক অসুবিধা দেখা দেয়। ওই মহিলার স্বামী পাঁচদিন আগে কোভিডে আক্রান্ত হয়ে মারা যান। এরপর তাঁকে পুনরায় হাসপাতালে ভর্তি করা হয়। ওই মহিলার চিকিৎসায় সংশ্লিষ্ট চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক জানিয়েছেন, ‘ওই মহিলার ফাঙ্গাল ইনফেকশন হয়েছে। মিউকরমাইকোসিসে আক্রান্ত বলে ধারণা করছি।’

পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছেন ওই চিকিৎসক। তাঁর দাবি, পরীক্ষার ফলাফল আসার পরেই নিশ্চিত হওয়া যাবে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত কি না। করোনাভাইরাস মহামারীর দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতে আতঙ্ক হয়ে দেখা দিয়েছিল কালো ছত্রাক বা ব্ল্যাক ফাঙ্গাস হিসেবে পরিচিত ‘মিউকরমাইকোসিস’। এই ছত্রাক সাইনাস, মস্তিষ্ক ও ফুসফুসে আক্রমণ করে। ডায়াবেটিস, এডস বা ক্যান্সারে যারা আক্রান্ত, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দারুণভাবে দুর্বল, তাদের ক্ষেত্রে এ সংক্রমণ প্রাণঘাতী হয়ে উঠতে পারে। এতে আক্রান্তদের মাথা ব্যথা, নাক বন্ধ হয়ে যাওয়া, নাক দিয়ে রক্ত পড়া, মুখের একপাশ ফুলে যওয়া, চোখ ফুলে যাওয়া বা চোখে ব্যথা করার মতো উপসর্গ দেখা দিতে পারে। বাংলাদেশে গত জুন মাসে খুলনার এক ব্যক্তির শরীরে প্রথম ব্ল্যাক ফাঙ্গাস ধরা পড়ে। আরও পড়ুন: আর দূরে নয় চিন, হাসিমারার ছাউনিতে দাপানো শুরু করল রাফাল