Bangladesh: বাংলাদেশে ভয়াবহ রেল দুর্ঘটনা, দুমড়ে-মুচড়ে গেল সাতটি বগি
Bangladesh Train Accident: রবিবার (১৬ এপ্রিল) বড় মাপের রেল দুর্ঘটনা ঘটল বাংলাদেশের কুমিল্লার নাঙ্গলকোটের উপজেলায়। বহু মামুষের হতাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
ঢাকা: বাংলাদেশে বড় মাপের রেল দুর্ঘটনা। একটি মালবাহী এবং একটি যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ। দুমড়ে-মুচড়ে গিয়েছ ৭টি বগি। ত্রিপুড়া সীমান্তবর্তী বাংলাদেশের জেলা কুমিল্লায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। কুমিল্লার নাঙ্গলকোটের উপজেলায়, ইফতারের কিছু পরই এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় বহু মানুষের মৃত্যু আশঙ্কা করা হচ্ছে। তবে হতাহতের সংখ্যা সম্পর্কে এখনও পর্যন্ত নিশ্টিত কোনও তথ্য পাওযা যায়নি। এই বিষয়ে বাংলাদেশ রেল কর্তৃপক্ষও বিস্তারিত কিছু জানায়নি। বাংলাদেশ রেল কর্তৃপক্ষের এক বিবৃতি অনুযায়ী, “কুমিল্লা নাঙ্গলকোটের হাসানপুরে একটি মালবাহী ট্রেন ও সোনার বাংলা ট্রেনের মধ্যে সংঘর্ষ ঘটেছে। এই ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।” দুর্ঘটনার পর বাংলাদেশের বন্দর শহর চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেসের ৭টি বগি দুমড়ে-মুচড়ে গিয়েছে।
কুমিল্লার লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন চৌধুরী জানিয়েছেন, এই রেল দুর্ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে আহত কয়েকজনকে ইতিমধ্যেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হাসানপুর স্টেশনে থেমে একটি কনটেইনার মেইল ট্রেন দাঁড়িয়েছিল। সোনার এক্সপ্রেস ট্রেনটি এসে পূর্ণ গতিতে দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনটিকে ধাক্কা মারে। নাঙ্গলকোট রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জানিয়েছেন, দুটি ট্রেনেরই বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে।
বিস্তারিত আসছে —