Bizarre: রাস্তা দিয়ে হাঁটছেন, হাতে ধরা একটা কাটা পা, মাঝে-মধ্যে কামড়ও বসাচ্ছেন তাতে!
USA: এক গৃহহীন ব্যক্তিকে একটি কাটা পা নিয়ে ঘুরে-বেড়াতে দেখা গিয়েছে। ট্রেন দুর্ঘটনায় মৃত এক ব্যক্তির কাটা পড়া পা-ই রেললাইন থেকে কুড়িয়ে এনেছিলেন ওই ব্যক্তি। দাবি, ওই ব্যক্তি রাস্তায় হাঁটতে হাঁটতেই কাটা পা-টিকে শুঁকছিলেন এবং তাতে কামড় বসাচ্ছিলেন।
ক্যালিফোর্নিয়া: রাস্তা দিয়ে হাঁটছেন এক ব্যক্তি। হাতে কিছু একটা ধরা। মাঝে মাঝে কামড়ও বসাচ্ছেন তাতে। গাড়িতে যেতে যেতেই কয়েকজন উকি-ঝুঁকি মারতেই যা দেখলেন, তাতে বুক কেঁপে গেল। দেখা গেল, কাটা পা নিয়ে হাঁটছেন ওই ব্যক্তি। মাঝে-মধ্যে ওই কাটা পা থেকে কামড় বসিয়ে মাংস খাচ্ছেন।
ভয়ঙ্কর এই দৃশ্যটি দেখা গিয়েছে আমেরিকার ক্যালিফোর্নিয়ায়। পুলিশের তরফে জানানো হয়েছে, এক গৃহহীন ব্যক্তিকে একটি কাটা পা নিয়ে ঘুরে-বেড়াতে দেখা গিয়েছে। ট্রেন দুর্ঘটনায় মৃত এক ব্যক্তির কাটা পড়া পা-ই রেললাইন থেকে কুড়িয়ে এনেছিলেন ওই ব্যক্তি। দাবি, ওই ব্যক্তি রাস্তায় হাঁটতে হাঁটতেই কাটা পা-টিকে শুঁকছিলেন এবং তাতে কামড় বসাচ্ছিলেন।
জানা গিয়েছে, ওয়াসকো অ্যামট্রাক স্টেশনের কাছে শুক্রবার একটি ট্রেন দুর্ঘটনা ঘটে। এক ব্যক্তি ট্রেনের নীচে কাটা পড়েন। ওই ব্যক্তির দেহ উদ্ধার করা হলেও, তার পা পাওয়া যাচ্ছিল না। পরে এক মহিলা ওই গৃহহীন ব্যক্তিকে কাটা পা নিয়ে ঘুরে বেড়াতে দেখেন। তারপরই তিনি পুলিশে খবর দেন।
পুলিশ ওই ব্যক্তির কাছে গেলেও, তিনি নিরুত্তাপই ছিলেন। শেষে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।