Acrobat Stunt: লাইভ শো-তে স্টান্ট দেখাচ্ছিলেন যুগল, ৩০ ফুট উঁচু থেকে পড়ে মৃত্যু স্ত্রীর

Viral Video: স্টান্ট দেখাতে গিয়ে মৃত্যু হয়েছে এক মহিলা অ্যাক্রোব্যাটের। স্টান্টের সময় প্রায় ৩০ ফুট উঁচু থেকে পড়ে যান তিনি। কসরত দেখানোর সময় ওই মহিলার পুরুষসঙ্গী ধরতে পারেননি তাঁকে। এর জেরে পড়ে যান তিনি এবং তাঁর মৃত্যু হয়।

Acrobat Stunt: লাইভ শো-তে স্টান্ট দেখাচ্ছিলেন যুগল, ৩০ ফুট উঁচু থেকে পড়ে মৃত্যু স্ত্রীর
স্টান্ট দেখাতে গিয়ে দুর্ঘটনা।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 19, 2023 | 6:39 PM

বেজিং: জিমন্যাস্টের আসরে খেলা দেখাতেন তাঁরা। বিভিন্ন শো-তে যেতেন। ঝুঁকিপূর্ণ সেই সব স্টান্ট করেই মনোরঞ্জন করতেন দর্শকদের। সম্প্রতি এ রকমই স্টান্ট দেখাতে গিয়ে মৃত্যু হয়েছে এক মহিলা অ্যাক্রোব্যাটের। স্টান্টের সময় প্রায় ৩০ ফুট উঁচু থেকে পড়ে যান তিনি। কসরত দেখানোর সময় ওই মহিলার পুরুষসঙ্গী ধরতে পারেননি তাঁকে। এর জেরে পড়ে যান তিনি এবং তাঁর মৃত্যু হয়। সম্প্রতি ঘটনাটি ঘটেছে চিনে। সে দেশের সেন্ট্রাল আনহুই প্রদেশের সুজহাউ শহরে ঘটেছে এই ঘটনা। সংবাদ মাধ্যম বিবিসি-র প্রতিবেদন অনুযায়ী মহিলা অ্যাক্রোব্যাটের পুরুষ সঙ্গী তাঁর স্বামী। এই ঘটনার একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে শিউরে উঠছেন নেটিজেনরা। সেখানে দেখা যাচ্ছে, স্টান্ট দেখাতে দেখাতে কী ভাবে মৃত্যু হল ওই মহিলার।

জানা গিয়েছে, স্টান্ট দেখাতে গিয়ে মৃত্যু হওয়া ওই মহিলার নাম সান। স্টান্ট দেখানোয় তাঁর সঙ্গী তথা স্বামীর নাম ঝ্যাং। ২ জন মিলে আগেও ঝুঁকিপূর্ণ খেলা দেখিয়েছেন বলে জানা গিয়েছে। তাঁদের দুই সন্তান রয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, ওই স্বামী-স্ত্রী ঝুঁকিপূর্ণ স্টান্ট করছেন। মাটি থেকে অনেক উপরে তাঁরা। সে সময় প্রায় ৩০ ফুট উঁচু থেকে পড়ে গেলেন ওই মহিলা। এর পর তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে। কিন্তু সেখানেই মৃত্যু হয় তাঁর।

জানা গিয়েছে, ঝুঁকিপূর্ণ খেলা দেখানোর জন্য প্রয়োজনীয় সতর্কতা ওই যুগল নেননি বলে অভিযোগ উঠেছে। সে দেশের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই মহিলার স্বামী তাঁকে সেফটি বেল্ট পরতে বললেও তিনি তা পরেননি।