Yemen Stampede: ত্রাণ বিতরণী অনুষ্ঠানে বিপর্যয়, ইয়েমেনে পদপিষ্ট হয়ে মৃত কমপক্ষে ৮৫, আহত ৩০০-রও বেশি মানুষ
Stampede: সানা শহরে ব্যবসায়ীরা গরিব মানুষদের জন্য বস্ত্র ও খাদ্য বিতরণের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানেই শতাধিক মানুষ জমায়েত হয়েছিলেন। বিতরণী অনুষ্ঠান শুরু হতেই জমায়েত করা মানুষদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়।
সানা: যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেনে (Yemen) ত্রাণ বিলি করতে গিয়ে বিপর্যয়। ত্রাণ সংগ্রহ করতে গিয়ে হুড়োহুড়িতে পদপিষ্ট (Stampede) হয়ে মৃত্যু হল কমপক্ষে ৮০ জনের। আহত আরও শতাধিক। প্রশাসনের তরফে জানানো হয়েছে, রমজান শেষে ঈদ উল-ফিতরের আগে সাধারণ মানুষের মধ্যে মধ্যে টাকা বিলি করা হচ্ছিল। তা সংগ্রহ করতে গিয়েই হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি হয়। পদপিষ্ট হয়ে প্রায় শতাধিক মানুষের মৃত্যু হয়। বিগত কয়েক দশকে এটাই সবথেকে ভয়ঙ্কর পদপিষ্ট হওয়ার ঘটনা। দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
আরব সাগরের উপকূলে অবস্থিত ইয়েমেন বিশ্বের অন্য়তম গরিব দেশ। হুথির অভ্যন্তরীণ প্রশাসনের তরফে জানানো হয়েছে, ইয়েমেনের বাব আল-ইয়েমেন জেলার সানা শহরে ব্যবসায়ীরা গরিব মানুষদের জন্য ঈদ উপলক্ষে টাকা বিলির অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানেই শতাধিক মানুষ জমায়েত হয়েছিলেন। বিতরণী অনুষ্ঠান শুরু হতেই জমায়েত করা মানুষদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। মাটিতে পড়ে যান বহু মানুষ। পদপিষ্ট হয়ে কমপক্ষে ৮৫ জনের মৃত্য়ু হয়েছে। ৩২২ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন বলে জানা গিয়েছে। মৃতদের মধ্যে বহু মহিলা ও শিশুও রয়েছে বলে জানা গিয়েছে।
First images of the stampede, in which 78 people were killed and dozens injured, in front of an aid distribution center belonging to a merchant in #Sanaa, #Yemen pic.twitter.com/Jmz53Trvb4
— Sami AL-ANSI سـامي العنسي (@SamiALANSI) April 20, 2023
সংবাদসংস্থা এএফপি সূত্রে জানা গিয়েছে, সানা শহরে একটি স্কুলে এই টাকা বিলির অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই ত্রাণ সংগ্রহ করতেই শতাধিক মানুষ ভিড় জমিয়েছিলেন। স্কুলের ভিতরে ঢোকা নিয়ে হুড়োহুড়ি শুরু হতেই পদপিষ্ট হয়ে বহু মানুষের মৃত্যু হয়।
These are heartbreaking scenes from what happened this evening in the stampede incident in Sanaa during the distribution of food or money donations to Yemenis and how the need caused this great tragedy. According to Sanaa MOH, 78 civilians died. Its unfortunate news for #Yemen pic.twitter.com/jAoQctR93H
— Ahmed Baider (@ahmedbaider1) April 19, 2023
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ইয়েমেনের পদপিষ্ট হওয়ার ঘটনার বিভিন্ন ভিডিয়ো সামনে এসেছে। সেখানে দেখা গিয়েছে, মৃতদেহের স্তূপ জমা হয়েছে। এক দেহের উপরে আরেক দেহ পড়ে রয়েছে সারবদ্ধভাবে। যে কয়েকজন আহত হয়েছেন, তাদেরও আর্তচিৎকার শোনা যায়। সেনাবাহিনীর সশস্ত্র জওয়ান ও ত্রাণবিলির অনুষ্ঠানে স্বেচ্ছাসেবকরাই ভিড়ের মধ্যে থেকে সাধারণ মানুষকে টেনে উদ্ধার করেন।
আহত ও নিহতদের পাশ্ববর্তী বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যে সমস্ত ব্যবসায়ীরাল টাকা বিলি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন, তাদের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। একটি কমিটিও গঠন করা হয়েছে গোটা ঘটনার তদন্তের জন্য।