AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ’, গরিব দেশগুলিকে টিকা দেওয়ার কাতর আবেদন হু-র

COVID Vaccine: বিশ্ব স্বাস্থ্য সংস্থা উদ্বেগ প্রকাশ করে জানায় উন্নত দেশগুলি কমবয়সীদের ভ্যাকসিন দিচ্ছে, যাঁরা করোনা ঝুঁকির বাইরে তবু গরিব দেশগুলির হাতে ভ্যাকসিন তুলে দিচ্ছে না।

'পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ', গরিব দেশগুলিকে টিকা দেওয়ার কাতর আবেদন হু-র
ছবি - পিটিআই
| Updated on: Jun 26, 2021 | 8:07 AM
Share

জেনেভা: বারবার এই সমস্যার কথা তুলে ধরছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। কিন্তু কাজের কাজ হচ্ছে না। টিকা পাচ্ছে না তুলনামূলক গরিব দেশগুলি। যার ফলে সেই দেশে করোনা দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। বাড়ছে ভাইরাসের মিউটেশনের সমস্যা। শুক্রবার ফের একবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা উদ্বেগ প্রকাশ করে জানায় উন্নত দেশগুলি কমবয়সীদের ভ্যাকসিন দিচ্ছে, যাঁরা করোনা ঝুঁকির বাইরে তবু গরিব দেশগুলির হাতে ভ্যাকসিন তুলে দিচ্ছে না।

হু-র ডিরেক্টর জেনারেল টেডরস আধানম জানান, সারা বিশ্বে ছড়াচ্ছে করোনার ডেল্টা স্ট্রেন। আফ্রিকায় গত সপ্তাহের থেকে ৪০ শতাংশ করোনা আক্রান্তের ও মৃত্যুর সংখ্যা বেড়েছে। ভয়াবহ পরিস্থিতিতেও গরিব দেশ টিকা পাচ্ছে না। এইডসের তুলনা টেনে তিনি বলেন, “অনেক দেশের ধারণা আফ্রিকার দেশগুলি টিকার ব্যবহার করতে পারবে না। এই মনোভাবে পরিবর্তন আসা উচিত।” তাঁর মতে, উন্নত দেশগুলির এই কাজ বৈষম্যকে বারবার চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আপদকালীন বিশেষজ্ঞ মাইক রায়ান উন্নত দেশগুলির মনোভাবে প্রশ্ন তুলে বলেন, “আমরা ভ্যাকসিন তুলে দিচ্ছি না। তারা ভালভাবে ব্যবহার করতে পারবে কি না সেই সন্দেহে, অতিমারি আবহে এটা কি মানা যায়?” গরিব দেশগুলি যাতে করোনা টিকা পায়, তাই উন্নত দেশগুলি কোভ্যাক্স ও গাভি তৈরি করেছিল। গত ফেব্রুয়ারি থেকে এর মাধ্যমে একাধিক কম উন্নত দেশে ৯ কোটি ভ্যাকসিনের ডোজ়ও পৌঁছেছিল। কিন্তু ভারত করোনা টিকা রফতানি নিষিদ্ধ করার পর থেকেই গাভি বা কোভ্যাক্সে জোগান নেই।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিনিয়র উপদেষ্টা ব্রুস অলওয়ার্ড জানান, এই মাসে অ্যাস্ট্রাজ়েনেকা, সেরাম ইনস্টিটিউট ও জনসন অ্যান্ড জনসনের একটিও টিকা কোভ্যাক্সে যায়নি। তাই পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ।

আরও পড়ুন: ব্রিটেন কাঁপাচ্ছে ভারতে ছড়িয়ে পড়া ডেল্টা স্ট্রেন, চোখ রাঙাচ্ছে ল্যাম্বডাও