কথা রাখলেন বাইডেন! এইচ-১ বি ভিসার দিনক্ষণ ঘোষণা করল আমেরিকা

আগামী অর্থবর্ষের জন্য ঘোষিত হল এইচ-১ বি ভিসার রেজিস্ট্রেশনের তারিখ।

কথা রাখলেন বাইডেন! এইচ-১ বি ভিসার দিনক্ষণ ঘোষণা করল আমেরিকা
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: Feb 07, 2021 | 9:57 PM

ওয়াশিংটন: নির্বাচনের আগে এইচ-১ বি ভিসাই (H-1B Visa) হয়ে উঠেছিল ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) তুরুপের তাস। এইচ ভিসার অনুমোদন বন্ধ করে আমেরিকাবাসীর মন জয় করতে চেয়েছিলেন তৎকালীন প্রেসিডেন্ট। কিন্তু নির্বাচনে হেরে ট্রাম্প এখন প্রাক্তন। ক্ষমতায় এসে এইচ ভিসা সংক্রান্ত সংশয় কাটানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন বাইডেন। সেই মতোই আগামী অর্থবর্ষের জন্য ঘোষিত হল এইচ-১ বি ভিসার রেজিস্ট্রেশনের তারিখ।

মার্চ মাসের ১ তারিখ থেকেই শুরু হচ্ছে এইচ ১ ভিসার আবেদন। ২৫ মার্চ পর্যন্ত শেষ আবেদন জমা করা যাবে। যাঁরা নির্বাচিত হবেন, তাঁদের তালিকা ৩১ মার্চ প্রকাশিত হবে। নির্বাচিতরা আমেরিকার অর্থবর্ষ অনুযায়ী, ৩১ অক্টোবর থেকে কাজে যোগ দেওয়ার সুযোগ পাবেন। জানুয়ারি মাসের ৭ তারিখ ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিস জানিয়েছিল, প্রথাগত রীতি মেনেই লটারির মাধ্যমে বেছে নেওয়া হবে এইচ-১ বি ভিসা প্রাপকদের।

মার্কিন কংগ্রেসে সংশোধিত নিয়ম অনুযায়ী, বছরে সর্বোচ্চ ৬৫ হাজার এইচ-১বি ভিসা অনুমোদন দেওয়া যায়। এ ছাড়াও ২০ হাজার এইচ-১ বি ভিসা এমন ব্যক্তিদের দেওয়া যায়, যাঁরা কোনও মার্কিন বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং ও অঙ্ক নিয়ে পড়াশোনা করেছেন। সেই মতোই বাইডেন আমলে এইচ ভিসার সুবিধা পাবেন অন্যান্য দেশের নাগরিকরা।

আরও পড়ুন: অবাক কাণ্ড! মমির মুখে সোনার জিভ, মিলল সোনার মাস্কও

এইচ-১ বি ভিসার মাধ্যমে মূলত ভারত ও চিনের প্রযুক্তি কর্মীরা আমেরিকার অল্প সময়ের জন্য কাজ করতে যান। কিন্তু করোনা আবহে ডোনাল্ড ট্রাম্প এই ভিসা অনুমোদন স্থগিত রেখেছিলেন। ট্রাম্প জানিয়েছিলেন, এই ভিসার ফলে বেকার মার্কিন নাগরিকদের চাকরির জন্য লড়াই করতে হবে অন্যান্য দেশের প্রযুক্তি কর্মীদের সঙ্গে। তবে ট্রাম্পের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন ডেমোক্র্যাট বাইডেন। সেই মতোই দিনক্ষণ ঘোষণা হল এইচ ভিসা আবেদনের।