‘নাটকের’ যবনিকা পতন! অবশেষে ‘নাপসন্দ’ করোনা রিলিফ বিলেই সই করলেন ট্রাম্প
শেষ পর্যন্ত পছন্দের পেনটা ছুঁইয়েই বিলকে আইনে রূপান্তর করলেন ডোনাল্ড ট্রাম্প।
ওয়াশিংটন: ‘নাটক’ দেখল আমেরিকা। করোনা রিলিফ বিলে অবশেষে সই করলেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। করোনা অতিমারির কারণে বেকারদের হাতে দেড় লক্ষ টাকা তুলে দিতে চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এই বিপুল পরিমাণে টাকা বেকারদের দিতে হলে আমেরিকার একাধিক খাতে কাঁচি চালাতে হত। তাই জনপ্রতি ৬০০ ডলার দিতে রাজি হয় মার্কিন কংগ্রেস। কিন্তু এই ‘সামান্য পরিমাণ’ টাকা নাপসন্দ ট্রাম্পের। তাই বিলে সই করবেন না বলে গোঁ ধরে ছিলেন তিনি।
কিন্তু অবশেষে যবনিকা পতন। ট্রাম্প জানালেন, সই করবো এবং করলেনও। কিন্তু এই সই করা আর না করার মাঝে কার্যত নিজের দলের একাধিক সেনেটরের চক্ষুশূল হয়ে গেলেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর বিরুদ্ধে সুর চড়াতে শুরু করলেন নিজের দলের সেনেটররাই। বিল কংগ্রেসে পাঠিয়েই বড়দিনের ছুটি কাটাতে গিয়েছিলেন ট্রাম্প। তারপর এ লাগো রিসর্টে বিল গেলেও তাতে কলম ছোঁয়াননি প্রেসিডেন্ট। ফলস্বরূপ গোটা মার্কিন মুলুক এসে দাঁড়িয়েছিল চরম অস্থিতিশীলতার সামনে। কিন্তু শেষ পর্যন্ত পছন্দের পেনটা ছুঁইয়েই বিলকে আইনে রূপান্তর করলেন ডোনাল্ড ট্রাম্প।
গতকাল ট্রাম্প টুইট করে জানান, করোনা রিলিফ বিল নিয়ে সুখবর আসছে। তারপরও নাটকীয়তা ছাড়েননি প্রেসিডেন্ট। সই করব বলেও হঠাৎ আগামী দিন সই করার কথা প্রকাশ্যে আসে সংবাদ মাধ্যমে। পরে অবশ্য জানা যায়, সেদিনই সই করেছেন ট্রাম্প। সমঝোতা বিলে স্থির হয় বেকারদের ৬০০ ডলার করে ভাতা দেওয়া হবে। এছাড়াও ১১ সপ্তাহ ধরে ৩০০ ডলার করে বাড়তি দেওয়া হবে।
আরও পড়ুন: হোয়াইট হাউসে কাশ্মীরের মেয়ে! আয়েশাকে আমেরিকার ডিজিটাল দায়িত্ব দিলেন বাইডেন
তবে রিপাবলিকানদের অভ্যন্তরেই এখন ট্রাম্প বিরোধিতার চড়া সুর। রিপাবলিকান প্যাট টমি বলেছেন, “ট্রাম্পকে আমেরিকার মানুষ দুর্দশা ও বিশৃঙ্খলা সৃষ্টিকারী প্রেসিডেন্ট হিসাবে মনে রাখবে।” সুর চড়িয়েছেন রিপাবলিকান সেনেটর অ্যাডাম কিনজিঙ্গারও। তিনি বলেন, “পরাজয় মেনে না নিতে পেরে ট্রাম্প ক্ষমতা প্রদর্শন করছেন।” ডেমোক্র্যাটরাতো আগাগোড়া বিঁধছে ট্রাম্পকে। তাঁকে ‘নিষ্ঠুর’ তকমাও দিয়ে দিয়েছেন ডেমোক্র্যাট বার্নি সেন্ডার্স। সব মিলিয়ে যেভাবে ট্রাম্প বিরোধী সুর উঠছে, সেখানে বিদায়কালে বিপাকে থাকার কথা ট্রাম্পের, কিন্তু মেলানিয়াকে নিয়ে তিনি এখন অবকাশে।