Donald Trump: প্রেসিডেন্ট পদের দৌড়ের প্রথম লড়াইয়েই এগিয়ে ট্রাম্প
প্রেসিডেন্ট পদের দৌড়ে প্রথম নির্বাচনেই বিপুল সমর্থন পেয়ে জয়ী হলেন ট্রাম্প। লোওয়া ককাসে রিপাবলিকান প্রার্থীদের মনোনয়ন নির্বাচনে জয়ী হয়েছেন তিনি। ফলে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের প্রধান প্রতিদ্বন্দ্বী হতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। গত শনিবার প্রকাশিত এক সমীক্ষাতেও দেখা গিয়েছিল, আইওয়ার প্রতিদ্বন্দ্বীদের মধ্যে প্রায় ৩০ পয়েন্টে এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় স্থানে রয়েছেন নিকি হ্যালি।

ওয়াশিংটন: ফের মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদের দৌড়ে এগিয়ে ডোনাল্ড ট্রাম্প। বলা ভাল, প্রেসিডেন্ট পদের দৌড়ে প্রথম নির্বাচনেই বিপুল সমর্থন পেয়ে জয়ী হলেন ট্রাম্প। লোওয়া ককাসে রিপাবলিকান প্রার্থীদের মনোনয়ন নির্বাচনে জয়ী হয়েছেন তিনি। ফলে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের প্রধান প্রতিদ্বন্দ্বী হতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। এই নিয়ে টানা তৃতীয়বার রিপাবলিকান পার্চির মনোনয়ন পাওয়ার দোরগোড়ায় পৌঁছলেন তিনি।
স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৭টায় (মঙ্গলবার ভোররাত ১টা) আইওয়ায় রিপাবলিকান প্রার্থী বাছাইয়ের মনোনয়ন দেওয়া শুরু হয়। সেখানে ট্রাম্পের বিপরীতে ছিলেন মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি, ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস ও উদ্যোক্তা বিবেক রামস্বামী। সেই ভোটের ফলাফলে শেষ পর্যন্ত রিপালিকান প্রার্থী হিসাবে এগিয়ে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যা বিশেষ তাৎপর্যপূর্ণ। ভোটের ফলাফল দেখলে জানা যায়, ট্রাম্প ২৫ হাজার ১৮৬ ভোট পেয়েছেন। রন ডিস্যান্টিস ৯ হাজার ৮৮৮ ভোট পেয়ে দ্বিতীয় স্থান পেয়েছেন। নিকি হ্যালে ৯ হাজার ২৬৯ ভোট পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছেন। আর ৩ হাজার ৭৪৬ ভোট পেয়ে চতুর্থ স্থানে বিবেক রামস্বামী। এই ফল প্রকাশের পরই নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়িয়েছেন বিবেক রামস্বামী।
প্রসঙ্গত, চলতি বছরের নভেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। ফের এবারে নির্বাচনী ময়দানে আসতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর বিরুদ্ধে একাধিক দেওয়ানি ও ফৌজদারি মামলা রয়েছে। ফলে তাঁর জনপ্রিয়তায় কিছুটা ভাটা পড়েছিল। তবে আইওয়াতে মনোনয়ন বাছাইয়ের লড়াইয়ে বিপুল জয় ট্রাম্প ও তাঁর অনুগামীদের উজ্জীবিত করেছে। গত শনিবার প্রকাশিত এক সমীক্ষাতেও দেখা গিয়েছিল, আইওয়ার প্রতিদ্বন্দ্বীদের মধ্যে প্রায় ৩০ পয়েন্টে এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় স্থানে রয়েছেন নিকি হ্যালি।





