শিথিল হল বিধিনিষেধ, কয়েকটি শর্ত পূরণ করলেই মিলবে দুবাইয়ে প্রবেশাধিকার
সমস্ত ভারতীয়রা কোভিশিল্ড বা স্পুটনিক-ভি নিয়েছেন, তাঁরা দুবাই যেতে পারলেও, যারা কোভ্যাক্সিনের দুটি ডোজ় নিয়েছেন, তাঁদের দুবাইয়ে প্রবেশের অনুমতি মিলবে না।
দুবাই: করোনা সংক্রমণ বাড়তেই এপ্রিলে ভারত সহ একাধিক দেশের নাগরিকদের জন্য় দরজা বন্ধ করেছিল দুবাই। সংক্রমণ নিয়ন্ত্রণে আসতেই সেই নিষেধাজ্ঞা শিথিল করল প্রশাসন। দুবাইয়ের তরফে জানানো হয়েছে, সংযুক্ত আরব আমিরশাহীর অনুমোদিত ভ্যাকসিন নেওয়া থাকলেই দুবাইয়ে প্রবেশ করতে পারবে ভারতীয়রা।
দুবাইয়ের বিপর্যয় মোকাবিলার সুপ্রিম কমিটির প্রধান শেখ মনসুর বিন মহম্মদ জানান, আগামী ২৩ জুন থেকে ভারত, দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়ার যাত্রীরা দুবাইয়ে প্রবেশ করতে পারবেন। ভারতের যাত্রীদের ক্ষেত্রে দুবাইয়ে বসবাসের বৈধ ভিসা ও করোনা টিকার দুটি ডোজ় নেওয়া থাকলে, তবেই প্রবেশাধিকার মিলবে। তবে সেই টিকা সংযুক্ত আরব আমিরশাহিতে অনুমোদিত টিকা হতে হবে।
উল্লেখ্য, আপাতত আরব সরকার চারটি ভ্যাকসিনে অনুমোদন দিয়েছে। এগুলি হল সিনোফার্ম, ফাইজ়ার-বায়োএনটেক, স্পুটনিক ভি ও অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন। অর্থাৎ যে সমস্ত ভারতীয়রা কোভিশিল্ড বা স্পুটনিক-ভি নিয়েছেন, তাঁরা দুবাই যেতে পারলেও, যারা কোভ্যাক্সিনের দুটি ডোজ় নিয়েছেন, তাঁদের দুবাইয়ে প্রবেশের অনুমতি মিলবে না।
ভারত থেকে আগত যাত্রীদের ক্ষেত্রে আরটি-পিসিআর পরীক্ষার নিয়মও জারি রেখেছে দুবাই প্রশাসন। যাত্রার চার ঘণ্টা আগে এবং দুবাই পৌঁছনোর পর ফের একবার করোনা পরীক্ষা করাতে হবে। আরটি-পিসিআর পরীক্ষার রিপোর্ট যতক্ষণ না আসবে, ততক্ষণ প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে বলে জানিয়েছে দুবাই প্রসাশন।
দক্ষিণ আফ্রিকা ও নাইজেরিয়ার ক্ষেত্রে যাঁরা বসবাসকারী নন, এমন যাত্রীদেরো প্রবেশাধিকার দেওয়া হয়েছে। সেক্ষেত্রে যাত্রীদের কেবল টিকাকরণের বৈধ কাগজ এবং যাত্রার ৪৮ ঘণ্টা আগে করানো আরটি-পিসিআর পরীক্ষার নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে। যারা সংযুক্ত আরব আমিরশাহির বাসিন্দা, তাদের ক্ষেত্রে টিকাকরণের কাগজও দেখাতে হবে না। কিউআর কোড যুক্ত আরটি-পিসিআর রিপোর্ট দেখালেই চলবে।
আরও পড়ুন: ৫৪ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন খালেদা জিয়া