Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

S Jaishankar: ‘নিন্দা কেন? প্রশংসা করুন’, ভারতের দুই নৌকায় পা দিয়ে চলা নিয়ে স্মার্ট জবাব জয়শঙ্করের

US-Russia: রাশিয়া ও আমেরিকার মধ্যে যদি কোনও পক্ষ বেছে নিতে বলা হয়, ভারত কাকে বাছবে? -এই প্রশ্নের উত্তরে বিদেশমন্ত্রী বলেন, "আপনাদের সমালোচনা করা উচিত নয়। এতে (ভারতের রাশিয়ার থেকে তেল কেনা) কি অন্য কারোর সমস্যা হচ্ছে? অন্যান্য দেশের কী চাপ রয়েছে, সে সম্পর্কে বোঝানোর চেষ্টা করেছি আমরা। একমুখী সম্পর্ক রাখা অত্যন্ত  কঠিন।"

S Jaishankar: 'নিন্দা কেন? প্রশংসা করুন', ভারতের দুই নৌকায় পা দিয়ে চলা নিয়ে স্মার্ট জবাব জয়শঙ্করের
বিদেশমন্ত্রী জয়শঙ্কর ও অ্যান্টনি ব্লিনকিন।Image Credit source: AFP
Follow Us:
| Updated on: Feb 18, 2024 | 11:30 AM

মিউনিখ: মোদী জমানায় আমেরিকার পরম বন্ধু হয়ে উঠেছে ভারত। এদিকে রাশিয়ার সঙ্গেও সম্পর্ক দীর্ঘদিনের। এদিকে এই দুই রাষ্ট্রশক্তি তো একে অপরের চরম বিরোধী। তাদের মাঝেই কি দুই নৌকায় পা দিয়ে চলছে ভারত? বহুমুখী এই কূটনীতি নিয়েই প্রশ্নের মুখে পড়েছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এই প্রশ্নে বিপাকে পড়ার বদলে কেন্দ্রীয় মন্ত্রীর সাফ জবাব, “ভারতের এই দক্ষতার তো প্রশংসা করা উচিত”।

জার্মানির মিউনিখে সিকিউরিটি কনফারেন্সে যোগ দিতে গিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সেখানেই তাঁকে প্রশ্ন করা হয়, ইউক্রেন যুদ্ধের মাঝেও ভারত যে রাশিয়ার কাছ থেকে তেল কিনছে, তাতে কি অনুমোদন দিয়েছে পশ্চিমী অংশীদাররা? জবাবে  বিদেশমন্ত্রী বলেন, “যদি একাধিক অপশন রাখার মতো বুদ্ধিমান হই আমি, তবে আপনাদের আমার প্রশংসা করা উচিত।”

রাশিয়া ও আমেরিকার মধ্যে যদি কোনও পক্ষ বেছে নিতে বলা হয়, ভারত কাকে বাছবে? -এই প্রশ্নের উত্তরে বিদেশমন্ত্রী বলেন, “আপনাদের সমালোচনা করা উচিত নয়। এতে (ভারতের রাশিয়ার থেকে তেল কেনা) কি অন্য কারোর সমস্যা হচ্ছে? অন্যান্য দেশের কী চাপ রয়েছে, সে সম্পর্কে বোঝানোর চেষ্টা করেছি আমরা। একমুখী সম্পর্ক রাখা অত্যন্ত  কঠিন।”

তিনি আরও বলেন, “আমরা সকলের সঙ্গে মিলে মিশে চলি। আমরা কোনও জিনিসে বিশ্বাস করি এবং তা ভাগও করে নিই। আজকের সময়ে দাঁড়িয়ে বিশ্বের জটিলতাকে এভাবে কমানো যায় না। আমার মনে হয়, এই যুগ আমাদের থেকে পিছিয়ে রয়েছে। ভাল অংশীদার যারা, তারা বেছে নেওয়ার জন্য একাধিক অপশন দেয়। আর যারা বুদ্ধিমান, তারা এর মধ্যে থেকে একাধিক অপশন বেছে নেন।”

ব্রিকস অন্তর্ভুক্ত দেশগুলির উত্থান পশ্চিমি দুনিয়ার কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে কি না, এই প্রশ্নের জবাবে তিনি বলেন, “ব্রিকসের গুরুত্ব কতটা, তা দেখেই ৩০টি দেশ এর সদস্য হতে চেয়েছে। পশ্চিমি দুনিয়া বিরোধী ও তাদের মুখাপেক্ষী না হওয়ার মাঝে তফাত রয়েছে। আমি জোর দিয়ে বলতে পারি ভারত পশ্চিমী দুনিয়ার অংশ না হয়েও, পশ্চিমি দেশগুলির সঙ্গে অত্যন্ত মজবুত সম্পর্ক গঠন করেছে।”