Cambodia Fire: কম্বোডিয়ার হোটেলে ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ১৯
Cambodia Fire: কম্বোডিয়ার হোটেলে ভয়াবহ আগুন। অগ্নিকাণ্ডে মৃত কমপক্ষে ১৯ জন।
ফোম পেন: কম্বোডিয়ার হোটেলে (Cambodia Fire) ভয়াবহ আগুন। এই অগ্নিকাণ্ডে মৃত অন্তত ১৯। এই ঘটনায় জখম হয়েছেন আরও বেশ কয়েকজন। কম্বোডিয়ার পোইপেটে গ্র্যান্ড ডায়ামন্ড সিটি হোটেলের এক তলায় বৃহস্পতিবার ভোর রাতে আগুন লাগে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। আগুন লাগার পরই আতঙ্কে বিল্ডিং থেকে ঝাঁপ দিতে দেখা যায় একাধিক ব্যক্তিকে।
কম্বোডিয়ার স্থানীয় সময় অনুযায়ী বুধবার রাত সাড়ে ১১ টায় এই ক্যাসিনোতে আগুন লাগে। এই অগ্নিকাণ্ডে বিল্ডিংয়ের ব্যাপক ক্ষতি হয়েছে বলে খবর মিলেছে। আগুন লাগার পরই ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন দমকল কর্মীরা। এখনও পর্যন্ত ৭০ শতাংশ আগুন নেভানো সম্ভব হয়েছে বলে দাবি তাঁদের। তবে এখনও বেশ কিছু জায়গায় ধিক ধিক করে জ্বলছে আগুন। হোটেলের ভিতরে ৫০ জনের মতো এখনও আটকে থাকার খবর মিলেছে। সকাল অবধি মোট ৫৩ জনকে বিল্ডিং থেকে উদ্ধার করে আনা সম্ভব হয়েছে।
Another Video- Fire At The Grand Diamond City Hotel & #Casino In Poipet, Cambodia, Leaves At Least 10 People Dead, 30 Others Injured, And Potentially Dozens Missing. The Fire Is Still Only About 70% Contained.#GrandDiamond #Poipet #Cambodia #BreakingNews pic.twitter.com/uHWA4V86tP
— Chaudhary Parvez (@ChaudharyParvez) December 29, 2022
সংবাদ সংস্থা এএফপি অনুযায়ী, ওই মুহূর্তে ক্যাসিনোতে ৪০০ জনের কাছাকাছি উপস্থিত ছিলেন। টুইটারে এই ঘটনার একাধিক ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, গোটা বিল্ডিংয়ে আগুন ছড়িয়ে পড়েছে। প্রাণ বাঁচাতে বিল্ডিং থেকে ঝাঁপ দিচ্ছেন। সেখানকার স্থানীয় সংবাদ মাধ্যমে সূত্রে খবর, আগুন লাগার মুহূর্তে ক্যাসিনোর মধ্যে বহু বিদেশি উপস্থিত ছিলেন। থাই বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে তারা যোগাযোগ রেখেছে। পাশাপাশি আহতদের থাইল্যান্ডের সা কায়েও প্রদেশে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বিদেশ মন্ত্রকের তরফে আরও জানানো হয়েছে, “কর্তৃপক্ষ আগুন নেভানোর চেষ্টা করছে। থাই থেকে দমকলও পাঠানো হয়েছে।” এক ভালন্টিয়ার জানিয়েছেন, বিল্ডিংয়ের এক তলায় প্রথমে আগুন লাগে। তারপর কার্পেটে আগুন ধরে গোটা বিল্ডিংয়ে তা ছড়িয়ে পড়ে। শেষ খবর মেলা পর্যন্ত এখনও ধিকধিক করে আগুন জ্বলছে। একাধিক জন নিখোঁজ রয়েছেন বলেও জানা যাচ্ছে।