Sheikh Hasina: ‘অল্পের জন্য প্রাণটা বাঁচে…’, দেশ ছাড়ার আগের সেই রাতের কথা বলতে গিয়ে কেঁদে ভাসালেন হাসিনা
Sheikh Hasina: এরপরই দেশের কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন হাসিনা। পালাবদলের পর থেকেই যে অগ্নিগর্ভ হয়ে উঠেছে বাংলাদেশ সেই বিষয়টিকে তুলে ধরেন তিনি। তাঁর কথায়, 'আমি দেশছাড়া, ঘরছাড়া। এই ভাবে প্রচণ্ড কষ্ট হচ্ছে। ওরা সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে।'
উল্লেখ্য, আওয়ামী লীগের উদ্দেশে দেওয়া একটি অডিয়োবার্তায় বাংলাদেশ ছাড়ার আগের পরিস্থিতির কথা তুলে ধরেন হাসিনা। দেশ ছাড়ার আগে ঠিক কী কী ঘটেছিল তাঁর সঙ্গে, দলের উদ্দেশে দেওয়া বার্তায় সব খোলাসা করেন তিনি। এরপর শুক্রবার গভীর রাতে প্রাক্তন প্রধানমন্ত্রীর সেই বিশেষ অডিয়োবার্তা নিজেদের সমাজমাধ্যমে পোস্ট করে গোটা দুনিয়ার কাছে উন্মুক্ত করে আওয়ামী লীগ।
কী রয়েছে ৪৯ সেকেন্ডের সেই অডিয়োবার্তায়?
অডিয়োবার্তায় (ক্লিপের সত্যতা টিভি৯ বাংলা যাচাই করেনি) কান পাতলে শোনা যায়, ‘২০-২৫ মিনিটের ব্যবধানে আমি(শেখ হাসিনা) ও রেহানা মৃত্য়ুর হাত থেকে রক্ষা পেয়েছি। ওরা যে ভাবে হত্যার চক্রান্ত করেছিল, আমাদের বাঁচার কোনও পথই ছিল না। কিন্তু ঈশ্বর আছেন। তাই হয়তো প্রাণ রক্ষা হয়েছে আমাদের।’
এরপরই দেশের কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন হাসিনা। পালাবদলের পর থেকেই যে অগ্নিগর্ভ হয়ে উঠেছে বাংলাদেশ সেই বিষয়টিকে তুলে ধরেন তিনি। তাঁর কথায়, ‘আমি দেশছাড়া, ঘরছাড়া। এই ভাবে প্রচণ্ড কষ্ট হচ্ছে। ওরা সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে।’
প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দফায় দফায় উত্তেজনা তৈরি হয় বাংলাদেশের বুকে। সেই আগুনে কার্যত ‘ঘি ঢালে’ হাসিনার কিছু বেফাঁস মন্তব্য। আর তারপরই এক নতুন বাংলাদেশের উত্থান। বৈষম্যবিরোধী আন্দোলনের ছত্রছায়ায় দেশজুড়ে তৈরি হয় সন্ত্রাসের আবহ। পতন হয় হাসিনার সরকারের। অন্তর্বর্তী সরকারের হাতে যায় বাংলাদেশের শাসনভার।