Russia-Ukraine Conflict: কিয়েভের ওপর ‘গরম নিঃশ্বাস’ রুশ সেনার, এক ঝলকে গুরুত্বপূর্ণ দিক

Russia-Ukraine Conflict: কালো ধোয়ার ঢেকেছে চারপাশ, প্রাণ বাঁচাতে মেট্রো স্টেশনে আশ্রয় নিয়েছে সাধারণ ইউক্রেনবাসী। ক্রমশই ইউক্রেনের রাজধানী কিয়েভের দিকে এগিয়ে চলেছে রুশ সেনাবাহিনী।

Russia-Ukraine Conflict: কিয়েভের ওপর 'গরম নিঃশ্বাস' রুশ সেনার, এক ঝলকে গুরুত্বপূর্ণ দিক
ছবি: গ্রাফিক্স অভীক দেবনাথ
Follow Us:
| Edited By: | Updated on: Feb 25, 2022 | 11:03 PM

রাশিয়ান আক্রমণের মুখে তছনছ হওয়ার মুখে ইউক্রেন (Russia-Ukraine Conflict)। গতকাল থেকেই ইউক্রেন জুড়ে শুধুমাত্র ধ্বংসের ছবি। কালো ধোয়ার ঢেকেছে চারপাশ, প্রাণ বাঁচাতে মেট্রো স্টেশনে আশ্রয় নিয়েছে সাধারণ ইউক্রেনবাসী। ক্রমশই ইউক্রেনের রাজধানী কিয়েভের দিকে এগিয়ে চলেছে রুশ সেনাবাহিনী। দেশের জনগণকে সবরকমভাবে রুশ সেনাকে প্রতিরোধের ডাক দিয়েছে ইউক্রেন প্রশাসন। এক নজরে রাশিয়া-ইউক্রেন লড়াইয়ের গুরুত্বপূর্ণ দিকগুলি দেখে নেওয়া যাক….

১. জিংপিংয়ের সঙ্গে কথা পুতিনের

ইউক্রেনে আক্রমণের মাঝেই রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বললেন চিনের প্রেসিডেন্ট শি জিংপিং। জিংপিং জানিয়েছেন, আলোচনার মাধ্যমে রাশিয়া যদি ইউক্রেন সমস্যা সমাধানের চেষ্টা করে তবে সমর্থন করবে চিন।

২. ইউরোপকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আবেদন জ়েলেনস্কির

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোডিমির জ়েলেনস্কি শুক্রবার ইউরোপের দেশগুলির কাছে আবেদন করেছে যাতে তাঁরা রাশিয়ার অনুপ্রবেশ রোধে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেয়। জ়েলেনস্কির মতে ইউরোপের ক্ষমতা থাকলেও তার চেষ্টা করছে না।

৩. দেশের আকাশসীমার ব্রিটেনের বিমানে নিষেধাজ্ঞা রাশিয়ার

রাশিয়ার ভূখণ্ডের ওপর ব্রিটিশ এয়ারওয়েজের কোনও বিমান ওড়ার ওপর নিষেধাজ্ঞা জারি করল রাশিয়া। রাশিয়া জানিয়েছে, এশিয়া যাওয়ার পথে রাশিয়ার আকাশসীমা ব্যবহার করতে পাবে না ব্রিটেন।

৪. বেড়েছে সোনার দাম

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মাঝেই সোনার দাম ছিল উর্ধ্বমুখী। এদিনও আন্তর্জাতিক বাজারে সোনার দাম আরও বেড়েছে। বিনিয়োগকারীদের মতে শুধুমাত্র ইউক্রেনের যুদ্ধ নয় আমেরিকার কঠোর আর্থিক নীতি এই দাম বৃদ্ধির জন্য দায়ী।

৫. ইউরোপিয়ানদের ইউক্রেনের হয়ে লড়াই করার আবেদন

ইউরোপিয়ানদের ইউক্রেনের হয়ে লড়াই করার আবেদন জানালেন প্রেসিডেন্ট ভলোডিমির জ়েলেনস্কি। ভলোডিমির জ়েলেনস্কির হতাশার সঙ্গে জানিয়েছেন পশ্চিমী দেশগুলি থেকে যে সাহায্য আশা করা হয়েছিল তা তাঁরা করেনি।

৬. রাশিয়ার গ্র্যান্ড প্রিক্স বাতিল

ইউক্রেনে রাশিয়ান আগ্রাসের বিরুদ্ধে সেপ্টেম্বরের ২৫ তারিখ রাশিয়াতে হতে চলা গ্র্যান্ড প্রিক্স বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার এমনটাই জানিয়ছেন আয়োজক সংস্থা ফর্মুলা ওয়ান

৭. চেরেনোবিলের কাজ চলবে

আজ সকালেই চেরেনোবিলের নিউক্লিয়ার প্ল্যান্ট দখল করেছিল রাশিয়ান বাহিনী। রাশিয়া জানিয়েছে চেরেনোবিলে কাজ যেরকমভাবে চলার কথা ছিল এখনও সেখানে সেইভাবেই কাজ চলছে।