ভারতের কাছে দুর্বল আমেরিকা? মেনে নিলেন মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী
আমেরিকা যখন আরও শক্তিশালী হবে, সাম্প্রতিক দুর্বলতা কাটিয়ে উঠবে তখন বিশ্বের সমস্ত বন্ধুদের বিশ্বাস আমেরিকার উপর বাড়বে বলে আশা ট্রাম্পের দলীয় প্রতিদ্বন্দ্বীর। ভারত ও জাপানের সঙ্গে সম্পর্ক এমন জায়গায় যাবে, যে তাদের চিন নির্ভরতা একেবারে শেষ হয়ে যাবে। এর পাশাপাশি চিন আমেরিকার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বলেও জানিয়েছেন নিকি।
ওয়াশিংটন: ভারত নাকি আমেরিকাকে দুর্বল মনে করে। সে জন্য পুরোপুরি ভরসা করে না। এরকমই মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী নিকি হ্যালি। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের হয়ে প্রার্থী হওয়ার দৌড়ে রয়েছেন তিনি। ফক্স বিজনেজ নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে উঠেছিল ভারত ও আমেরিকার মধ্যে সম্পর্কের প্রসঙ্গ। সেখানেই এ কথা বলেছেন তিনি। প্রসঙ্গত গত কয়েক বছরে ভারত এবং আমেরিকার সম্পর্কের অভাবনীয় উন্নতি হয়েছে। দুই দেশের মধ্য কূটনৈতিক সম্পর্কও অন্য উচ্চতা পেয়েছে। কিন্তু নিকি হ্যালির এই বক্তব্যে সেই সম্পর্ক নিয়ে অবিশ্বাস প্রকাশ পেল।
বিষয়টি নিয়ে রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী নিকি হ্যালি বলেছেন, “আমি ভারতের সঙ্গে লেনদেন করেছি। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও কথা বলেছি। আমাদের সঙ্গী হতে চায় ভারত। কিন্তু তাঁরা রাশিয়ার সঙ্গী হতে চায় না।” ভারত ও আমেরিকার সম্পর্কের কথা স্বীকার করার পর হ্যালি বলেছেন, “সমস্যা হচ্ছে, জেতার জন্য আমাদের উপর বিশ্বাস রাখে না ভারত। নেতৃত্বের বিষয়েও আমাদের বিশ্বাস করে না। তাঁরা এখন আমাদের দুর্বল হিসাবে দেখে। ভারত এ ব্যাপারে বেশ স্মার্ট। তারা রাশিয়ার কাছাকাছি থাকে। কারণ রাশিয়ার থেকে প্রচুর যুদ্ধ সরঞ্জাম পায় তাঁরা।”
আমেরিকা যখন আরও শক্তিশালী হবে, সাম্প্রতিক দুর্বলতা কাটিয়ে উঠবে তখন বিশ্বের সমস্ত বন্ধুদের বিশ্বাস আমেরিকার উপর বাড়বে বলে আশা ট্রাম্পের দলীয় প্রতিদ্বন্দ্বীর। ভারত ও জাপানের সঙ্গে সম্পর্ক এমন জায়গায় যাবে, যে তাদের চিন নির্ভরতা একেবারে শেষ হয়ে যাবে। এর পাশাপাশি চিন আমেরিকার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বলেও জানিয়েছেন নিকি। অর্থনৈতিক প্রতিযোগিতায় এঁটে উঠতে না পেরেই এই কাজ করছেন বলে দাবি নিকির।