Israel Hamas War: হাতে সময় মাত্র ৩ ঘণ্টা, আজই স্থির হতে পারে গাজার ভবিষ্যৎ
Israel Hamas War: এদিন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী গাজার একটি মানচিত্র প্রকাশ করেছে। সেই মানচিত্রে আলাদা করে চিহ্নিত করা হয়েছে, গাজা ভূখণ্ডের ঠিক মাঝখান দিয়ে যাওয়া একটি রাস্তাকে। ওই রাস্তা দিয়েই পালাতে বলা হয়েছে গাজাবাসীকে।
গাজা সিটি: রবিবার ফের গাজা ভূখণ্ডের উত্তরাঞ্চলের বাসিন্দাদের ঘর ছাড়ার জন্য হুমকি দিল ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী। তাদের গাজা ভূখণ্ডের দক্ষিণে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে, তার জন্য তাঁদের মাত্র ৩ ঘণ্টা সময় দেওয়া হয়েছে। অর্থাৎ, ৩ ঘণ্টা পরই সম্ভবত উত্তর গাজায় স্থলপথে হামলা চালাতে পারে ইজরায়েল। এদিন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী গাজার একটি মানচিত্র প্রকাশ করেছে। সেই মানচিত্রে আলাদা করে চিহ্নিত করা হয়েছে, গাজা ভূখণ্ডের ঠিক মাঝখান দিয়ে যাওয়া, সালাহ আল-দিন স্ট্রিট নাম একটি রাস্তাকে। ওই রাস্তাটিই ‘পাথ টু সেফটি’, অর্থাৎ নিরাপদ এলাকায় যাওয়ার রাস্তা বলে জানিয়েছে ইজরায়েলি বাহিনী। সঙ্গের ক্যাপশনে প্রতিরক্ষা বাহিনী লিখেছে, “সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই রুটে কোনও অভিযান চালাবে না আইডিএফ। এই ফাঁকা সময়ের সুযোগ নিন। দয়া করে উত্তর গাজা থেকে দক্ষিণ দিকে চলে যান।”
Residents of Gaza City and northern Gaza, in the past days, we’ve urged you to relocate to the southern area for your safety. We want to inform you that the IDF will not carry out any operations along this route from 10 AM to 1 PM. During this window, please take the opportunity… pic.twitter.com/JUkcGOg0yv
— Israel Defense Forces (@IDF) October 15, 2023
গত শুক্রবারই রাষ্ট্রপুঞ্জকে ইজরায়েলি সামরিক বাহিনী বলেছিল গাজা ভূখণ্ডের উত্তর অংশ থেকে ১১ লক্ষ মানুষকে গাজার দক্ষিণাংশে স্থানান্তর করার জন্য। গাজা ভূখণ্ডের মোট জনসংখ্য়া প্রায় ২২ লক্ষ। অর্থাৎ, অর্ধেক গাজাবাসীকেই ঘরবাড়ি ছেড়ে আশ্রয় শিবিরে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েচিল তেল আবিব। রাষ্ট্রপুঞ্জ অবশ্য পাল্টা জানিয়েছিল, এই বিপুল সংখ্য়ক মানুষকে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করলে এক বিরাট মানবিক বিপর্যয় ঘটবে। তবে, তারপরও নিজেদের পরিকল্পনা থেকে সরেনি ইজরায়েল। প্যালেস্টিনীয় নাগরিকদের দক্ষিণে সরে যাওয়ার নির্দেশ দেওয়ার অর্থ, তারা স্থলপথে গাজায় আক্রমণ চতালাতে চলেছে, এমনটাই মনে করছেন মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞরা। রাষ্ট্রপুঞ্জ জানিয়েছে, ইতিমধ্যেই কয়েক হাজার মানুষ ইজরায়েলের সতর্কতা মেনে দক্ষিণ দিকে যাত্রা শুরু করেছেন।
এদিকে, ভূমধ্যসাগরে এদিনই দ্বিতীয় মার্কিন রণতরী নোঙ্গর করেছে। গাজার সীমান্তে প্রস্তুত রয়েছে ইজরায়েলি বাহিনীর হাজার হাজার ট্যাঙ্ক। ইজরায়েল জানিয়েছে, হামাস গোষ্ঠীকে ধ্বংস করার জন্য শীঘ্রই একটি বিস্তৃত অভিযান করা হবে গাজা ভূখণ্ডে। তার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। আবহাওয়াগত কিছু সমস্যা রয়েছে। তা কেটে গেলেই হামলা হবে গাজায়। হামাস আনুমানিক যে ১৫০ জন ইজরায়েলি নাগরিককে গাজায় যুদ্ধবন্দি করে নিয়ে গিয়েছে, তাঁদের মুক্ত করার চেষ্টা করা হবে। এর আগে প্রায় এক সপ্তাহ ধরে লাগাতার আকাশপথে গাজা ভূখণ্ডে বোমা বর্ষণ করে গিয়েছে ইজরায়েল। তাদের দাবি, হামলাকরা হয়েছে হামাসের বিভিন্ন কার্যালয় এবং হামাস সদস্যদের এবং তাদের পরিবারবর্গের বাড়িতে। তবে, এই হামলায় এখনও পর্যন্ত ২,৩২৯ জন প্যালেস্টিনীয় নাগরিকের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রক। তবে, তাতেও ইজরায়েল লক্ষ করে রকেট হামলা থামেনি। ইজরায়েলেও গত শনিবার থেকে ১,৩০০-র বেশি মাবনুষের মৃত্যু হয়েছে।
খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে।